পাইকগাছায় প্রভাবশালী মহলের বিরুদ্ধে সরকারি জায়গার উপর ঘর নির্মাণের অভিযোগ

0
358

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা জবর-দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাউবো’র নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসী পৃথক অভিযোগ করেছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার দেলুটি ইউনিয়নের হরিণখোলা গ্রামের সুরাত বৈরাগীর ছেলে উত্তম বৈরাগী ও যুধীষ্টি মন্ডল নামে দুই ব্যক্তি সম্প্রতি হরিণখোলা দুর্গাপুর সীমান্তবর্তী কেয়ার ও ওয়াপদা রাস্তার ত্রীমোহনী সংযোগ স্থলে পাউবো’র সরকারি জায়গা জবর দখল করে ঘর নির্মাণ কাজ শুরু করেছে। এ ছাড়াও ওয়াপদা রাস্তার দুই পাশে রাতের অন্ধকারে জবর দখল করে ঘেরাবেড়া দিয়েছে। এ ঘটনায় এলাকাবাসী প্রথমে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ করলে চেয়ারম্যান বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণের জন্য স্থানীয় ক্যাম্প পুলিশ ইনচার্জকে নির্দেশ দেন। ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘেরা উঠিয়ে দিলেও রাতের আঁধারে প্রভাবশালী ব্যক্তিরা আবারও ঘেরাবেড়া দিলে অবশেষে সরকারি জায়গা দখল মুক্ত করতে হরিণখোলা দুর্গাপুর ও কালিনগর গ্রামবাসী পাউবো’র নির্বাহী প্রকৌশলী ও ইউএনও বরাবর পৃথক দুটি অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা করেছেন এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here