পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাসের বিরুদ্ধে কলেজের অর্থ আত্মসাৎ ও স্বজন প্রীতির অভিযোগ : তদন্ত সম্পন্ন

0
378

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা সদরের ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাত, দূর্নীতি, অনিয়মের সরেজমিনে তদন্ত সোমবার সমাপ্ত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক প্রেরিত গত ৮-৪-১৯ তারিখের ৩৭.০২.৪৭০০.০০০.০১.০০১.০১.১৭.২৮৬ স্মারকের পত্রের আলোকে সোমবার সকাল ১০টায় অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তদন্তকালে সংশ্লিষ্ট সকলেই প্রয়োজনীয় প্রমাণকসহ অভিযোগকারীগণ উপস্থিত হয়ে ১৫টি অভিযোগের সত্য-মিথ্যা যাচাই বাছাই হয়েছে। উল্লেখ্য গত ২৮/০১/১৯খ্রিঃ তারিখ ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারি অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি সেখ রুহুল কুদ্দুস ও সহকারী অধ্যাপক শুধাংশু কুমার মন্ডল অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর শিক্ষাবৃত্তি কল্যাণ ট্রাস্ট হতে হতদরিদ্র ছাত্রীদের মাঝে বরাদ্দকৃত বৃত্তির টাকা প্রভাব খাটিয়ে তার আপন ভাইজি ও ভাইয়ের স্ত্রীকে প্রদান করেছেন। ২০১০ সালে ফসিয়ার রহমান ফাউন্ডেশন হতে ৫০ হাজার টাকার বই বিতরণ তার আত্মীয়ের নাম দেখিয়ে পরিচালনা পর্ষদের দাতা সদস্য মনোনীত করেন। ২০১৪ সালে কলেজ শিক্ষক নিয়োগে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই প্রতিষ্ঠানের নামে মোট ১০ হাজার টাকা সম্মানী নিয়েছেন। ইংরেজী বিষয়ের প্রভাষক মোঃ রবিউল ইসলামের প্রাপ্য বেতনের ৭ হাজার টাকা উত্তোলন করে তাকে প্রদান না করে আত্মসাৎ করেছেন। ২০১৪-২০১৮ সাল পর্যন্ত কলেজ শিক্ষা সফর শেষে কমিটির নিকট হিসাব অন্তে ২৫ হাজার টাকা বুঝে নেন। কিন্তু ঐ টাকা কলেজ তহবিলে জমা দেননি। কলেজের গ্রন্থাগারের বই ক্রয়ের জন্য কলেজ তহবিল শেষে ২৫ হাজার টাকা উত্তোলন করে বই ক্রয় না করে আত্মসাৎ করেছেন। বিজ্ঞান বিভাগের জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রী সুমাইয়া-এর কলেজ ড্রেস বই বাবদ ২ হাজার ২শ টাকা তাকে প্রদান না করে আত্মসাৎ করেছেন। ১৫টি অভিযোগ তুলে সচিব শিক্ষা মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা বরাবর অভিযোগ দাখিল করেন। যার অনুলিপি শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী, মহাপরিচালক (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) ঢাকা, জেলা প্রশাসক, খুলনা ও উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, বয়রা, খুলনা এর দপ্তরে দাখিল করা হয়। এর প্রেক্ষিতে সোমবার অধ্যক্ষ রবিউল ইসলামের বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা-এর নির্দেশনা মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ এবং এস,কে মোস্তাফিজুর রহমান, উপপরিচালক (কলেজ) তদন্ত করেন। এবিষয়ে অধ্যক্ষ রবিউল ইসলাম এ প্রতিনিধিকে বলেন,আজ তদন্ত শেষ হয়েছে তবে আনীত অভিযোগ অসত্য ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here