পাইকগাছায় বসত বাড়ীর জমি নিয়ে দখল-পাল্টা দখল, হামলা, মারপিট, ভাংচুরের অভিযোগ-মহিলা সহ আহত ৮

0
432

বাবুল আক্তার : পাইকগাছায় বসত বাড়ীর জমি নিয়ে দখল-পাল্টা দখল, হামলা, ভাংচুর, মারপিটের ঘটনায় মহিলা সহ ৮ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সোলাদানা ইউপির টেংরামারীতে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, উপজেলার টেংরামারী গ্রামে এওয়াজ মূলে বসত বাড়ীর ১৬ শতক জমি নিয়ে মৃত ধীরেন্দ্রনাথ মন্ডলের ছেলে বিমল গং একই বাড়ীর মৃত পঞ্চরাম মন্ডলের ছেলে সুধান্য গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা ও অন্যদিকে সর্বশেষ গ্রাম্য আদালতে রায়ের পর বিমল, অরুন গংরা গত মঙ্গলবার সুধান্য গংদের দখলে থাকা সম্পত্তি দখল করে বাসা বাড়ী তৈরী করেন। এ ঘটনায় থানায় অভিযোগ হলে পুলিশ শান্তিশৃংখলা রক্ষার্থে দু’পক্ষকে স্থিতিশীলতা বজায় রাখার নির্দেশ দেন। সুধান্য-পরিতোষ গংদের উদ্দেশ্য করে হাসপাতালে আহত অরুন গংরা অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে বাড়ীতে ঢুকে শনিবার সকালে নিউটন ও সুজিতের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে হামলা চালিয়ে তাদের বাসা বাড়ী ভাংচুর করে। বাঁধা দেয়ার চেষ্টা করলে অরুন, তাপস, অমল, বিমল মন্ডল রক্তাক্ত জখম হয়। এ সময় স্বামী-সন্তানদের ঠেকাতে আসলে একই পরিবারের গৃহবধু শেফালী, সুশীলা, কণিকা ও শ্রীমন্তী আহত হয়। এক পর্যায়ে স্থানীয়রা খবর পেয়ে আহতদের উদ্ধার করে প্রথমে থানায় ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে নিজে অসুস্থ ও খুলনায় থাকার কথা জানিয়ে পরিতোষ মন্ডল জানান, এ ঘটনা সম্বন্ধে তিনি বিস্তারিত কিছু জানেন না। স্থানীয় ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক বলেন, কাগজপত্র অনুযায়ী গ্রাম্য আদালত আহতদের পক্ষে রায় দিয়েছেন। তবে এ ঘটনা অনাকাঙ্খিত বলে তিনি উল্লেখ করেন। ভিটে বাড়ী সম্পত্তি নিয়ে বিরোধ উল্লেখ করে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, ইতোমধ্যে শান্তি বজায় রাখতে দু’পক্ষকে নির্দেশনা দেয়ার পরেও এ ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here