পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে ৩ লাখ পোনা জব্দ করে নদীতে অবমুক্ত : ৪ ব্যবসায়ীকে জরিমানা

0
304

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদী থেকে আহরণকৃত ৩ লাখ বাগদার পোনা জব্দের পর নদীতে অবমুক্ত করে ৪ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুলিয়া সুকায়না সংশ্লিষ্ট সূত্রে খবর পেয়ে পৌর সদর থেকে পোনাবাহী ট্রাক জব্দ করে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ লাখ টাকার উর্দ্ধে ৩ লাখ পোনা শিববাটীস্থ শিবসা নদীতে অবমুক্ত করেন। এ সময় আটককৃত ৪ ব্যবসায়ী পৌরসভার বাতিখালী গ্রামের মৃত নুরুল ইসলাম মোড়লের ছেলে নাজমুল ইসলাম ফিরোজ, দাকোপের চান্নিরচক গ্রামের কার্তিক চন্দ্র বাছাড়ের ছেলে তুষার কান্তি বাছাড়, বাগেরহাটের খানপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে শামীম শেখ, হোগলাডাঙ্গা গ্রামের কুদ্দুস মল্লিকের ছেলে রবিউল মল্লিক। প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা আদায় করেছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এস,এম, শহীদুল্লাহ, আদালত পেশকার দিপংকর প্রসাদ মল্লিক সহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here