পাইকগাছায় মটরসাইকেলের গ্লাস ঘুরিয়ে মুখমন্ডলের ছবি দেখার অপরাধে : বুদ্ধিপ্রতিবন্ধী বিপ্লবকে অমানুসিকভাবে পিটিয়ে আহত করার অভিযোগ!

0
349

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছায় মটর সাইকেলের গ্লাসধরে মুখের ছবি দেখার অপরাধে বুদ্ধিপ্রতিবন্ধী বিল্পব মন্ডল নামে এক কিশোরকে অমানুসিকভাবে পিটিয়ে আহত করার অভিযোগ। ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবীতে সাময়িক ভাবে দোকান-পাট বন্ধ রাখার ঘোষনার প্রেক্ষিতে গড়ইখালী ইউপি চেয়ারম্যান ও ক্যাম্প পুলিশের ঘটনাস্থল পরিদর্শনের পর পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে। আহত বিল্পবকে উপজেলা স্বাস্হ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে। ঘটনার সময় দুই ইউপি সদস্য বাজারে অবস্থান করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন শুক্রবার সন্ধ্যায় উপজেলার গড়ইখালী ইউপির উত্তর কুমখালীর মৃত প্রশান্ত মন্ডলের অল্পবুদ্ধিসম্পন্ন ছেলে বিপ্লব মন্ডল (১৪) কুমখালীর কলেজ খেয়াঘাটে পার্কিং করা ভাড়ায় চালিত মটরসাইকেলের গ্লাস ঘুরিয়ে মুখমন্ডলের ছবি দেখছিল। এ সময় গাড়ী মালিক স্থানীয় বিকলাছ উত্তেজিত হয়ে বিপ্লবকে উদ্দেশ্য করে গালি-গালাজ শুরু করলে প্রতি উত্তরে বিল্পবও ড্রাইভার বিকলাছ-এর ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন ছুড়ে দিলে উত্তেজিত হয়ে বিকলাছ ও তাঁর সহযোগী নান্টু, এনামূল, বাসার চারিদিক দিয়ে ঘিরে ফেলে এলোপাতাড়ি ভাবে অমানসিকভাবে মারপিট করে বলে হাসপাতালে চিকিৎসাধীন বিপ্লব সাংবাদিকদের জানিয়েছেন। স্থানীয় ব্যবসায়ী ভোলনাথ মন্ডল জানান দীর্ঘ ক্ষনধরে মারপিটের এক পর্যায়ে স্থানীয়রা ছুটে এসে বিপ্লবকে উদ্ধার করে। ঠেকাতে এসে অনেকেই লাঞ্চিত হয় বলে অভিযোগ উঠেছে ঐ যুবকদের বিরুদ্ধে। ঐ রাতেই আহত বিপ্লবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সময় ইউপি সদস্য মোঃ সাহাবুদ্দীন গাইন ও আঃ সালাম কেরু বাজারের অবস্থান করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবীতে ব্যবসায়ীরা শনিবার সকালে খেয়াঘাটের দোকান-পাট সাময়িকভাবে বন্ধ করে দেন। খবর পেয়ে গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, বাইনবাড়ীয়া ক্যাম্প পুলিশের টু আইসি শামিম রেজা, ইউনিয়ন আ’লীগ সম্পাদক এসএম আয়ুব আলী, আ’লীগ নেতা গাজী মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিনিধিকে বলেন, বিকলাছ, নান্টু, বাসার, এনামূল গংদের বিরুদ্ধে ইতিপুর্বে নানা অভিযোগ রয়েছে। ইউপি সদস্য শাহাবুদ্দিন গাইন ঘটনার সময় বাজারের অন্যপ্রান্তে থাকার কথা জানিয়ে বলেন মারপিটের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ঐ যুককদের নামে বিভিন্ন অভিযোগ রয়েছে। এ রিপোটে লেখা পর্যন্ত থানায় অভিযোগের প্রস্ততি চলছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here