পাইকগাছায় মারপিট ও শ্লীলতাহানীর ঘটনায় মামলা দায়ের : স্বাক্ষীদের ভিন্নমত

0
423

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মারপিট ও শ্লীলতাহানীর ঘটনা দেখিয়ে মামলা দায়েরের ঘটনায় স্বাক্ষীদের ভিন্নমত ও এলাকায় তীব্র ক্ষোভ। ঘটনাটি উপজেলার বেতবুনিয়া গ্রামে। মামলা সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের মৃত ওয়াজেদ আলী মলি­কের পুত্র মোঃ আমিরুল ইসলাম আমিনের বাড়ীতে গত ২৬ জানুয়ারি সকাল ১০টায় একই গ্রামের মৃত জনাব আলী সরদােিরর পুত্র জহিরুদ্দীন সরদার ও মৃত কওসার আলী মলি­কের পুত্র নুর ইসলাম মলি­ক (নুহ) যেয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট ও আমিনের স্ত্রীকে শ্লীলতাহানীর ঘটনা ঘটিয়েছে মর্মে পাইকগাছা থানায় ৩৬ নং মামলা দায়ের করে। উক্ত মামলার ২নং স্বাক্ষী আমিনের আপন মামা হারুনার রশিদ জানান, আমিনের বাড়ীতে এই ধরণের ঘটনা ঘটে নাই। কোন মারপিট বা জহিরুদ্দীন ও নুহের সাথে প্রায় ২ বছর তাদের কথা বন্ধ। সে ক্ষেত্রে মারপিটের ঘটনা সঠিক নয়। যায়গা জমির শত্র“তাকে কেন্দ্র করে এ মিথ্যা মামলা দায়ের হয়েছে। ৪নং স্বাক্ষী তোফাজ্জেল হোসেন ফকির জানান, আমিনের সাথে জহিরুদ্দীন বা নুহের কোন গোলযোগের ঘটনা ঘটেনি। যায়গা জমির বিরোধকে কেন্দ্র করে এই মিথ্যা মামলা দায়ের করেছে। যে কারণে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জহিরুদ্দীন জানান, আমার সাথে আমিনের কোন গোলযোগ বা মনমালিন্য হয়নি। এছাড়া ঘটনায় যে তারিখ উলে­খ করেছে উক্ত তারিখে আমি এলাকায় ছিলাম না। তাদের সাথে ২/৩ বছর আমার কথা বন্ধ। আমি নাটকীয়ভাবে দায়েরকৃত মামলাটি সঠিক তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর দাবী জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here