পাইকগাছায় হাটের পুকুর থেকে মাছ ধরার অভিযোগ

0
353

পাইকগাছা প্রতিনিধি : মপাইকগাছার লক্ষ্মীখোলাতে হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে বিরোধপুর্ন হাটের জমির পুকুরের মাছ ধরে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লস্কর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতার কথা জানিয়েছেন।
লস্কর ইউপির লক্ষ্মীখোলা সরকারী হাট কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করেছেন হাইকোর্টের আদেশ অমান্য করে হাটের জমির পুকুর থেকে বুধবার প্রতিপক্ষ আকতারুজ্জামান টুটুল কাগজীর লোকজন মাছ ধরে বিক্রি করেন। তাঁরা আরোও জানান, টুটুল কাগজীরা দীর্ঘদিন ধরে সরকারী হাটের ৭৭ শতক জমি দখল করে রাখলে দু’পক্ষই বিরোধে জড়িয়ে পড়ে এবং এ ঘটনা আদালত পর্যন্ত গড়ালে নিম্ন ও উচ্চ আদালত থেকে টুটুল কাগজী পরাজিত হলে তিনি পুনঃরায় হাইকোর্ট বিভাগে ডিবিশন ৩৫৩২/ ১৭ মামলা করলে ৬-১১-১৭তে আদালত নালিশী জমিতে সকল প্রকার কার্য্যক্রম বন্ধের আদেশ দেন। স্থানীয়দের অভিযোগ আদালত অবমাননা করে মাছ ধরা হয়েছে। এ ঘটনায় হাট কমিটির সম্পাদক গাজী শফিয়ার রহমান ও কোষাধ্যক্ষ লুৎফর রহমান বাচ্চু মোল্লা ও আছান সানা বুধবার সহকারী কমিশার ( ভুমি) মোঃ আব্দুল আউয়ালের কাছে অভিযোগ করেছেন। কর্তৃপক্ষের নির্দেশের কথা জানিয়ে লস্কর ইউনিয়ন ভুমি কর্মকর্তা এনামুল হক মাছ ধরার সত্যতার কথা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তহশীলদারের তদন্তকালে মাছ ধরা ভুল স্বীকার করে মোঃ সেলিম কাগজী তার দখলীয় ক্রয় সম্পত্তির পুকুরের মধ্যে কিছু অংশ মামলাভুক্ত জমি থাকার কথা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here