পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের মৎস্য ঘেরে হামলা, মারপিট ও দখল চেষ্টার অভিযোগ

0
413

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছায় বহিরাগত দুর্বৃত্তরা হিন্দু সম্প্রদায়ের স্বত্ব দখলীয় মৎস্য ঘেরে হামলা, মারপিট, লুটপাট ও দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দেলুটি ইউনিয়নের জোখারহুলা গ্রামের হরেন মন্ডল গংরা মধুখালী মৌজায় এস,এ ১৬, ১৭, ১৮ নং খতিয়ানে ১৫৪, ১৫৫, ১৫৬ দাগে ১৫ বিঘা পৈত্রিক সম্পত্তিতে মৎস্য চাষ সহ ভোগ দখল করে আসছে। কিন্তু পূর্ব শত্র“তার জেরে বুধবার দুপুরে ডুমুরিয়া উপজেলার ঝিলেঘাটা গ্রামের আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে একাধিক মামলার আসামী শিমুল বিশ্বাস ও মধুখালী গ্রামের রুস্তম গাজীর নেতৃত্বে এক দল সন্ত্রাসী মৎস্য ঘেরে জোরপূর্বক ঢুকে ঘেরে থাকা লোকজনদের উপর হামলা, মারপিট, লুটপাট ও তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি করেছে। এমনকি বসত বাড়ীর গাছপালাও কেটে ফেলে। এ সময় এলাকার নারী-পুরুষ এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। জমির মালিক হরেন মন্ডল গংরা অভিযোগ করেন, রুস্তম গাজী একাধিক মামলার আসামী ও শিমুল বিশ্বাসের বিরুদ্ধে ডুমুরিয়ার মালোপাড়ায় ভাংচুর, উচ্ছেদ, হত্যা, চাঁদাবাজী সহ বিভিন্ন অপরাধের মামলা বিচারাধীন রয়েছে। দেলুটি ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য দীপক মন্ডল জানান, বহিরাগত সন্ত্রাসীরা তার এলাকায় ঢুকে হিন্দু সম্প্রদায়ের হামলা, মারপিট, বৃক্ষ নিধন করেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে পবন মন্ডল বাদী হয়ে শিমুল বিশ্বাস, রুস্তম, নজরুল, লিটন, নিখিল ও কাশেমের নাম উল্লেখপূর্বক ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে পাইকগাছা থানায় এজাহার দায়ের হয়েছে। এ বিষয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here