পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতিবাদ সভা

0
340

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার সাংবাদিকদের স্বাধীনতা বিরোধী পক্ষের সাংবাদিক উল্লেখ করে সংবাদ প্রকাশিত হওয়ায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, গত মঙ্গলবার কয়েকটি পত্রিকা ও বিভিন্ন অনলাইনে “পাইকগাছায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র অশোভন আচারণ” সহ ভিন্ন শিরোনামে খবর প্রকাশিত হয়। উক্ত প্রকাশিত খবরে সম্মিলিত সাংবাদিক জোটের বরাত দিয়ে উল্লেখ করা হয় খুলনা-৬ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের সঙ্গে অশোভন আচারণ করেছেন। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে নির্বাচনের তথ্য সংগ্রহের জন্য স্বাধীনতা বিরোধী পক্ষের সাংবাদিকদের কার্ড সরবরাহ করা হয়েছে। এ ধরণের খবর দেখে প্রশাসনের পাশাপাশি বিষ্মিত হয়েছে পাইকগাছার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সংবাদে উল্লেখিত বিষয় দুটির সাথে বাস্তবতার কোন মিল নাই। সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলিয়া সুকায়না নির্বাচনী কাজ সহ বিভিন্ন সময়ে তিনি সাংবাদিকদের সবসময় সহযোগিতা করে আসছেন। এমনকি তিনি নির্বাচনী তথ্য সংগ্রহের জন্য পেশাদার সাংবাদিকদের নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত কার্ডও প্রদান করেন। এছাড়া প্রকাশিত সংবাদে সাংবাদিকদের স্বাধীনতা বিরোধী উল্লেখ করায় পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এর প্রতিবাদে বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, ক্রীড়া সম্পাদক এসএম বাবুল আক্তার, সমাজকল্যাণ সম্পাদক প্রমথ রঞ্জন সানা, বি সরকার, এমআর মন্টু, নজরুল ইসলাম ও আলাউদ্দীন রাজা। সভায় সাংবাদিকরা এ ধরণের বিভ্রান্তিকর প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকাশিত খবর প্রত্যাহারের দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here