পাকিস্তানের ১,৬০০ কি.মি রেলপথের উন্নয়ন করবে চীন; বানিয়ে দেবে বিমানবন্দর

0
335

ম্যাগপাই নিউজ ডেস্ক : পাকিস্তানের ভেতরে ১,৬০০ কিলোমিটার রেলপথের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবে চীন। এ রেলপথের উন্নয়ন হলে তা দেশটির উত্তরাঞ্চল দক্ষিণের সঙ্গে যুক্ত হবে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র আওতায় দু দেশ যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে।

এ নিয়ে এরইমধ্যে চীনের সঙ্গে একটি সমঝোতাস্মারক সই করেছে পাকিস্তান। চীনা দৈনিক চায়না ডেইলির বরাত দিয়ে খবরটি দিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। সিপিইসি’র বিশেষ দূত জাফারুদ্দিন মাহমুদ চায়না ডেইলিকে বলেছেন, করাচি থেকে পেশোয়ার পর্যন্ত রেলপথের সংযোগ ঘটানোর বিষয়ে চীন ও পাকিস্তান সমঝোতা স্মারক সই করেছে। সমঝোতা অনুসারে, পাকিস্তানের রেলওয়ে সিগন্যাল সিস্টেমেরও উন্নয়ন ঘটাবে চীন।

জাফারুদ্দিন মাহমুদ জানান, গোয়াদারে একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির ক্ষেত্রে চীন পাকিস্তানকে সহায়তা করবে এবং এই বিমানবন্দরের সঙ্গে গোয়াদার সমুদ্রবন্দরের সংযোগ ঘটানোর জন্য তারা একটি মহাসড়ক তৈরি করে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here