পাটকেলঘাটায় নীলিমা ইকোপার্কে দর্শনার্থীদের ভীড়

0
353

নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা: পাটকেলঘাটা জমে উঠেছে কপোতাক্ষ ধারে নীলিমা ইকো পার্ক। প্রতিদিনে হাজারো দর্শানার্থীরা ভীড় জমাচ্ছে এই বিনোদন পার্কে। সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী বানিজ্য কেন্দ্র পাটকেলঘাটা বাজার । এই বাজার সংলগ্ন এলাকায় কপোতাক্ষ নদের তীরে গড়ে ওঠা নীলিমা ইকোপার্ক দর্শনার্থীদের উপছে পড়া ভীড় পরিলক্ষিত হচ্ছে। প্রতিদিন দুরদুরান্ত থেকে শত শত লোকজন পার্কে বিনোদনের জন্য ছুটে আসছে। এলাকায় তেমন কোন বিনোদনের জায়গা না থাকায় অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের ও নিজেরা বিনোদনের জন্য ছুটে আসছেন পার্কে। পার্কে ইতিমধ্যে বাঘ,হরিণ,কুমির ,বকের ম্যুরাল ও শিশুদের জন্য দুটি চরকা স্থাপন করা হয়েছে। প্রতিদিন বিকালে বিনোদন প্রেমীরা চরকায় চড়ছেন আবার কেউবা চড়ছেন নৌকায়। এতো মধ্যে এই বিনোদন পার্কে ভ্রমন করে গেছেন সাতক্ষীরা’র সরকারী কর্মকর্তা ও রাজনীতিবিদ। জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন’র সার্বিক সহযোগিতায় ও সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান ও পরিষদ বর্গ কাজটি বাস্তবায়ন করে চলেছেন। মৃতপ্রায় কপোতাক্ষ নদ খননের ফলে জেগে ওঠা চর এলাকায় গড়ে উঠেছে নতুন কাচাবাজার। কপোতাক্ষ নদের তীরে সবুজ বনায়নে নারকেল,তাল,সজনে গাছ ,নানা ধরনের ফুল ও জনসাধারনের বিনোদনের বসার ব্যবস্থা করা হয়েছে। নীলিমা ইকোপার্ক ও ভ্রমনের জন্য আনা হয়েছে নদীতে দুটি বড় ইঞ্জিন চালিত নৌকা । প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে জনসাধারন ভ্রমন করে আনন্দ উপভোগ করছেন। পাটকেলঘাটাকে যানজট মুক্ত করতে নদীর ধার দিয়ে বাইপাস সড়কের কাজ ও চলছে। সম্প্রতি জেলা পল্লীউন্নয়ন কর্মকতা, উপজেলা পল্লীউন্নয়নকর্মকর্তাসহ সরকারের বিভিন্ন উর্ধতন কর্মকর্তা পার্ক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে সরুলিয়া পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, এলাকার বিনোদনের জন্য ভাল একটা পরিবেশ সুষ্টি করছি। এবং আরো উন্নত করা হবে। তিনি আরো বলেন, উর্দ্বতন কর্তৃপক্ষে সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here