পাটকেলঘাটায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন

0
488

মো.রিপন হোসাইন : ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গতকাল বিকাল ৫টায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমানের পরিচালনায় দলীয় কার্যালয়ে কেককাটা,বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুস্পমাল্য দান ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক এড. শেখ আব্দুস সামাদ,দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামালীগ নেতা শেখ আনছার আলী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীরীগের উপকমিটির সাবেক সহ সম্পাদক খান ওহেদুল ইসলাম সজীব, হাবিবুর রহমান পিন্টু, বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা কৃষকলীগের সহ সভাপতি সম আতিয়ার রহমান, নগরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম আক্তারুল আলম, মফিদুল ইসলাম, মাহফুজুর রহমান মধু,শাহাজান আলী, আলমগীর হোসেন, আব্দুরউপ সরুলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি সবিতা দাস সাধারন সম্পাদক রাফেজা বেগম প্রমুখ। এ ছাড়াও

পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে জন্মদিন পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশুকিশোর দিবস পালন উপলক্ষে আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান গতকাল সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক বাবলুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মুজিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক জয়নুল আবেদীন,সহকারী শিক্ষক আনন্দ পাল,কালিপদ ঘোষ,সদানন্দ ঘোষ শিক্ষার্থী তমা দাস,সাজিদ হোসেন,অবায়দুল ইসলাম,আছমা খাতুন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুল মন্নান । এছাড়া থানার বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হয়েছে।

পাটকেলঘাটার কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশুকিশোর দিবস পালন উপলক্ষে তৈলকুপী কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে আলোচনা র‌্যালি ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেখ আনছার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিএইচ সিপি ইউনুস আলী,এইচ এ সমীরন বিশ্বাস,এইচ আই সপর্ণা মন্ডল সহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া জুজখোলা কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে দিবসটি পালিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here