পাটকেলঘাটায় সম্পত্তি নিয়ে প্রতিপক্ষের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
560

মো.রিপন হোসাইন : পাটকেলঘাটা প্রেসক্লাবে বরিবার দুপুর ১টায় থানার সরুলিয়া গ্রামের ব্যবসায়ী মো: হায়দার আলী সরদার বড়ভাই আবুল কাশে ও পুত্র আলি আহসানকে সঙ্গে নিয়ে লিখিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তালা উপজেলাধীন পাটকেলঘাটা থানার বড়বিলা মৌজায় ডিএস খতিয়ান ৮২২ দাগ ২৯১ এসএ ৯৩৭ খতিয়ানে ২৯১ দাগে ২৮শতক জমি মধ্যে ১৫শতক জমি আমাদের তিন ভাইয়ের নামে পৃথক ভাবে ৫শতক করে রেকর্ড হয় । যার বর্তমান জরিপে ডিপি ১৪৯৩ খতিয়ান ৯১ দাগ ২৭৩ জমি ৫শতক আমার নিজ নামে রেকর্ড হয়। তিনি বলেন,আমার বড় ভাই আবুল কাশেমের নামে ডিপি ৪৫৪ খতিয়ান ৯০ দাগ ২৭৩ ৫শতক জমি রেকর্ড প্রাপ্ত হন। এছাড়া আমার মেজোভাই আব্দুর রহমানের নামে ডিপি ১৮২ খতিয়ান ৮৯ দাগ ২৭৩ জমি ৫শতক রেকর্ড প্রাপ্ত হন। দীর্ঘদিন ধরে তার প্রতিপক্ষ মৃত এলাহী বক্সের পুত্র আব্দুল লতিফ শেখ, আতিয়ার শেখ, জামাই আহাদ গাজী,আব্দুল কাশেম ও তার পুত্র জয়নাল আরেক জামাই আব্দুল গনি ঢালী এক দলবদ্ধ হয়ে অব্যহত ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করে আসছে। এরই মধ্যে শান্তিপূর্ন সমাধানের জন্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ ইউপি সদস্য মনিরুজ্জামান মনি ও সাবেক ইউপি সদস্য ইবাদুল্লাহ সরদার গনদের মধ্যস্থার উক্ত সম্পত্তির সীমানা নির্ধারন করিয়া ঘেরা বেড়া মাধ্যমে শান্তিপূর্ন ভোগ দখলিকার আছেন।
তিনি আরো বলেন,আমার দু’পুত্র বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)সদস্য হিসেবে দীর্ঘ বছর যাবত সুনামের সহিত সরকারের দায়িতে ¡ নিয়োজিত আছে। উক্ত জমিজমা সংক্রান্তে প্রতিপক্ষগন উদ্দেশ্যমূলকভাবে আমার পুত্র এনএসআই সদস্য মোঃ আবু জাফরের নাম জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করাইয়াছে। এছাড়া উক্ত জমিজমা সীমানা নির্ধারন নিয়ে পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মোল্ল্যা জাকির হোসেন’র নাম জড়িয়ে কুরুচিপূর্ন সংবাদ পরিবেশন করায় আমি বিস্মিত হইয়াছি। জমিজমার সীমানা নির্ধারন নিয়ে থানার ওসি সাথে অবৈধ লেনদেন সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here