পাটকেলঘাটা থানার ওসি মোল্যা জকিরের নির্যাতনের অধ্যাদেশ শেষ ॥ বদলিতে স্বস্তির নিশ্বাস

0
437

মো. রিপন হোসাইন : পাটকেলঘাটা থানার ওসি মোল্যা জাকির হোসেনের নির্যাতনের হাত থেকে একটি অধ্যাদেশ শেষ হলোও আতংকিত থানাবাসী। বদলীর নির্দেশ হলেও স্বাক্ষীর দোহাই দিয়ে নিজকে আত্মগোপনে রেখেছে ওসি। সাতক্ষীরা পুলিশ সুপার অফিস সূত্রে জানা গেছে, সীমাহীন দুর্নীতি, অনিয়ম, দখলবাজী, চাঁদাবাজী, গ্রেফতার বাণিজ্য, মসজিদের নামে চাঁদা আদায়, মাদকের প্রশ্রয় দাতাসহ চোরাচালিনী নিয়ন্ত্রন করে গত কয়েক মাসে জাকির হোসেন কোটি কোটি টাকা ঘুষ বানিজ্য করেছে। এরই প্রেক্ষিতে ওসি মোল্যা জাকির হোসেনকে গত ২৪ শে এপ্রিল দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। কিন্তু ধুরন্দর ওসি নিজকে সাফাই করতে স্বাক্ষী দেওয়ার নামে সরকারি সেল ফোন নিয়ে আত্ম গোপনে রয়েছে। পুলিশ সুপার অফিস সূত্রে আরও জানা গেছে গত কাল বৃহস্পতিবার দায়িত্ব হস্তান্তরের শেষ তারিখ থাকলেও ওসি জাকির হোসেন স্বাক্ষী দেওয়ার নামে বাইরে অবস্থান করছেন। ঘটনার বিবরনে জানা গেছে ১০/০৮/২০১৭ ইং তারিখে পাটকেলঘাটা থানায় দায়িত্ব গ্রহন করে মোল্যা জাকির হোসেন। দায়িত্ব গ্রহন করেই ভাই মোল্যা জাহাঙ্গীর পুলিশ সুপার হওয়ায় তার ক্ষমতার একক আধিপত্যে কোনঠাসা হয়ে পড়ে অন্যান্য অফিসারা। ওসি এতটাই ধুরন্দর অনিয়মের মাত্রা বাড়িয়ে দিতে কৌশলে পাটকেলঘাটা থানার সাংবাদিকদের গ্রুপিং-কে কাজে লাগিয়ে বেপরোয়া গ্রেফতার বাণিজ্যে মেতে ওঠে। পাটকেলঘাটা থানার পাঁচটি ইউনিয়নের শত শত গ্রামে ওসি জাকির হোসেনের নেতৃত্বে বিরোধ পূর্ন জমি উৎকোচের বিনিময়ে দখল করিয়ে দেওয়া হয়েছে। যার মধ্যে বড়বিলা গ্রামের হায়দার আলীর নিকট থেকে প্রায় ২ লক্ষ টাকা উৎকোচ নিয়ে ১৫ শতক জমি আব্দুল লতিফ শেখ ও আতিয়ার শেখের নিকট থেকে দখল করিয়ে দেওয়া হয়। একইভাবে থানার তৈলকুপী বাজারের সরকারি সম্পত্তি অর্থের বিনিময়ে দখল করিয়ে দেওয় নিতাই রায়ের পক্ষে ওসি নিজেই। এছাড়া কুমিরা গ্রামের চন্দ্র শেখেরের পানের বরজ ভেঙ্গে বিশ্ব নাথ পালের পক্ষ্যে রাস্তা তৈরী করে দেওয়ার নামে ২লক্ষ টাকা উৎকোচ গ্রহন করেছে। ইট ভাটা মালিক খায়রুল ইসলাম মনুর নিকট থেকে গ্রেফতারের ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা ঘুষ বাণিজ্য করা হয়। একই ভাবে কুমিরা বাজারের পরিবহন কাউন্টার ব্যবসায়ী সামরুল ইসলাম মিলনের নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। সে চাঁদা না দেওয়ায় গ্রেফতার পূর্বক বেধড়ক মারপিট করে নাশকতা মামলায় চালান দেওয়া হয়। একই ভাবে ট্রাক চালক বিল্লাল হোসেনের নিকট থেকে গ্রেফতারের ভয় দেখিয়ে প্রাথমিক অবস্থায় ২৬ হাজার টাকা ঘুষ গ্রহণ করে। পরবর্তীতে আবারও ২০ হাজার টাকা চাঁদা বাদি করলে না দেওয়ায় তাকে শারীরিক ভাবে নির্মম নির্যাতন করে চালান দেওয়া হয়েছে। এখানেই শেষ নয় ওসি মোল্যা জাকির হোসেন থানা মসজিদের সংস্কারের নামে প্রায় ৫ লক্ষ টাকা চাঁদা আদায় করে তা হজম করেছে। যে সমস্ত ব্যক্তিরা মসজিদ সংস্কারের জন্য চাঁদা প্রদান করেছিলো চাঁদার অনুপাত হারে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা ঘুষ বাণিজ্য করেছে বলে একাধিক ভুক্তভোগী এ প্রতিবেদকে জানিয়েছেন। অপরদিকে পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজারে অবৈধ ইঞ্জিন ভ্যান করখানা হতে নামে মাত্র একটি চাঁদা থানায় প্রদান করা হলেও ওসি খুশি না হওয়ায় তাদের সমস্ত কারখানা বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ দিন বন্ধের পর দফায় দফায় শালিষ, আপোষ মিমাংসায় ১০টি কারখানা হতে মাসে ৬০ হাজার টাকা চাঁদা আদায় করে। একই ভাবে পাটকেলঘাটা থানার ওভার ব্রিজের ওপর মাহিন্দ্রা, ইঞ্জিনভ্যান, ইজিবাইক, ব্যাটারী চালিত ভ্যান সহ বিভিন্ন দানব যন্ত্র চলাচলের অনুমতি দিয়ে অনুমতি দিয়ে লোক নিয়োগ পূর্বক ব্রিজের ওপর থেকে মাসে ২ লক্ষ টাকা মাসোয়ারা গ্রহন করে ওসি মোল্যা জাকির হোসেন। পাটকেলঘাটা বাজারের হার্ডওয়ার ব্যবসার আড়ালে স্বর্ণ ব্যবসার বৈধতা দিয়েছে অর্থের বিনিময়ে ওসি মোল্যা জাকির হোসেন। থানার পাঁচটি ইউনিয়নের হাজার হাজার নিরীহ খেটে খাওয়া দিন মজুর মানুষকে গ্রেফতারের ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করেছে। থানার রাজনৈতিক নেতৃবৃন্দ ওসি জাকির হোসেনের এহেন কর্মকান্ডের অভিযোগ বিভিন্ন দপ্তরে দাখিল করলেও তার অবৈধ টাকায় অনৈতিক কর্মকান্ড বার বারই বৈধতা পেয়েছে। ওসি মোল্যা জাকির হোসেনের নেতৃত্বে ভাসমান ৫০জন মাদক বিক্রেতা মাদক বিক্রয় করলেও ওসি ঘোষণা দিয়েছে মাদক বিক্রেতাদের রেহাই নেই। এ দিকে সাংবাদিকরা মাদক বিক্রয়ের কথা বললেই ওসে তেলে বেগুনে জ্বলে ওঠে তিনি হলফ করে বলেন কোথাও মাদক বিক্রয় হয় না। এ দিকে প্রতিদিনই গোয়েন্দা পুলিশ পাটকেলঘাটা থানার ওলিগোলি থেকে মাদক সহ একাধিক বিক্রেতাকে আটক করেছে। সর্বশেষ জানা গেছে, যুগিপুকুরিয়া গ্রামের সুদখোর সুজউদ্দীন মোড়লের পুত্র একসময়ে সাটার কাটা সিন্ডিগেটের গডফাদার রহমত আলী মিঠু গাড়ির সামনে প্রেস লিখে রমরমা মাদক ব্যবসা অব্যহত রাখে। এরই প্রেক্ষিতে রহমত আলী মিঠু ইলেকট্রনিক্স এর দোকান হতে গোয়েন্দা পুলিশ ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পাটকেলঘাটা বাজার থেকে গোয়েন্দা পুলিশের হাতে মাদকের বড় চালানসহ বিক্রেতা আটক হওয়ার পর ওসি মোল্যা জাকির হোসেনের গোমর ফাঁস হয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে ওসি জাকির হোসেন নিজেকে ধোঁয়া তুলশি পাতা সাজাতে আত্ম গোপনে রয়েছে। তাহাকে বদলি করা হলেও সরকারি সেলফোন তার কাছে থাকায় সাধারণ মানুষ আবারও আতংকিত রয়েছে। এ বিষয়ে পাটকেলঘাটা থানার তদন্ত ওসি উজ্জ্বল মিত্র এ প্রতিবেদকে জানিয়েছেন, তাকে বদলি করা হয়েছে কিন্তু কোন কাগজ হাতে পায়নি। অপর দিকে অভিযুক্ত ওসি জাকির হোসেন জানিয়েছেন তাকে বদলি করা হয়েছে কিনা তিনি জানে না। তবে তিনি আজ বৃহস্পতিবার থানায় হাজির হবেন। এ দিকে ওসির বদলীর খবর শুনে পাটকেলঘাটার সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিশ্বাস বয়ছে। সাথে সাথে ওসির দায়িত্ব গ্রহনের পর থেকে সমস্ত অনিয়ম, দুর্নীতির বিভাগীয় তদন্তের জানিয়েছেন এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here