পাটের মূল্য মণপ্রতি ৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে যশোরে স্মারক লিপি

0
446

বিশেষ প্রতিনিধি : পাটের সর্বনিম্ন মূল্য মণপ্রতি ৩ হাজার টাকা নির্ধারণসহ ৩ দফা দাবিতে যশোরে মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে। কৃষক সংগ্রাম সমিতির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে এ মিছিল শেষে দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে পেশ করা হয়। অন্য দুটি দাবির মধ্যে রয়েছে পাট ক্রয়-বিক্রয়ে মধ্যসত্ত্বভোগী ফড়িয়াদের দৌরাত্ম এবং মণপ্রতি ধলতা হিসেবে পাট বেশি নেওয়া বন্ধ করতে হবে এবং অবিলম্বে সকল বন্ধ পাটকল চালু করতে হবে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত। এসময় উপস্থিত ছিলেন কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা শাখার সহ-সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সহ-সভাপতি আশুতোষ বিশ্বাসসহ নেতৃবৃন্দ। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here