পি কে হালদারের ৭০ জন গার্লফ্রেন্ড, তাদের অ্যাকাউন্টে কোটি টাকা পাঠিয়েছেন: দুদকের আইনজীবী

0
516

অনলাইন ডেস্ক : এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদার অবিবাহিত ছিলেন এবং তিনি পাচারের অর্থ ৭০ জনের বেশি গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে পাঠিয়েছেন মর্মে তদন্ত চলছে। রবিবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য জানান।

পিকে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি জানান, দুদকের অনুসন্ধানে জানতে পেরেছি, তিনি অবিবাহিত এবং অবিবাহিত থাকার সুবাদে পাচারের কোটি কোটি টাকা ৭০-৮০ জন গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে পাঠিয়েছেন। আমরা সেসব অ্যাকাউন্টের বিষয়েও অনুসন্ধান করছি।

পিকে হালদার বর্তমানে বিদেশে অবস্থান করছেন। গত ২৬শে নভেম্বর ঢাকা মহানগর আদালত থেকে পিকে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে।
এর আগে, গত ৮ জানুয়ারি তার বিরুদ্ধে ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।