বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারের নতুন প্রকাশনা সংগ্রহ দল এখন যশোরে

0
509

বিশেষ প্রতিনিধি :জাতীয় গ্রন্থাগারের নতুন প্রকাশনা সংগ্রহ দল যশোরে অবস্থান করছেন। গ্রন্থগারের সহকারি পরিচালক মো. নাজমুস শাহাদৎ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়াধীন ঢাকার শেরেবাংলা নগরস্থ জাতীয় গ্রন্থাগার (আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর অন্তর্ভুক্ত) কর্তৃক দেশের বিদ্যমান কপিরাইট আইনের লিগ্যাল ডিপজিট ক্ষমতাবলে ২০১৭/১৮ সালে প্রকাশিত পুস্তক ও পত্রপত্রিকা দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহের অংশ হিসেবে গত ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত যশোর জেলা সদরে ভ্রমণ করে নতুন প্রকাশনা সংগ্রহের উদ্দেশ্যে অবস্থান করছেন। প্রেসবিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে, ২০০৫ সালে সংশোধিত কপিরাইট আইনে বাংলাদেশে প্রকাশিত নতুন বই ও পত্রপত্রিকার প্রত্যেকটির একটি করে কপি (বই ৬০ দিনের মধ্যে এবং পত্রপত্রিকা প্রকাশ পাওয়া মাত্রই) জাতীয় গ্রন্থাগারে জমাদানের বিধান রয়েছে। জমাপ্রাপ্ত প্রকাশনা ছাড়াও অবশিষ্ট নতুন প্রকাশনা সারাদেশ থেকে সংগ্রহ করা, সেগুলোর তথ্যসহযোগে বাংলাদেশ জাতীয় গ্রন্থপঞ্জি প্রকাশ করা এবং সর্বশেষে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের জন্য বাংলাদশে জাতীয় গ্রন্থাগারই সরকারের একমাত্র দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারের উক্ত প্রকাশনা সংগ্রহ দলকে নতুন প্রকাশনা সংগ্রহপূর্বক সার্বিক সহযোগিতা দানের জন্য প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী/প্রকাশক/লেখক/গবেষক/গ্রন্থপ্রেমিক/গ্রন্থাগারিক/শুভানুধ্যায়ীসহ সকলকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here