প্রকৃত হত্যাকারীদের নামে চার্জশিট ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

0
444

নিজস্ব প্রতিবেদক
নড়াইলের দিঘলিয়া ইউপি চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশ হত্যাকান্ডের ঘটনায় প্রকৃত হত্যাকারীদের নামে চার্জশিট ও বিচার দাবিতে বিক্ষোভসহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। দিঘলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি স ম ওহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামান মনি, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এম এ কাইয়ূম খান চুন্নু, লোহাগড়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুজ্জামানসহ দলীয় নেতারা।
বক্তারা, পলাশ হত্যাকান্ডের ঘটনায় এজাহারভূক্ত আসামিদের নামে মামলা প্রত্যাহারসহ প্রকৃত হত্যাকারীদের নামে চার্জশিট দেয়ার দাবি জানান। পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে দুর্বৃত্তরা লোহাগড়া উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশকে কুপিয়ে হত্যা করে। এরপর ১৭ ফেব্রুয়ারি নিহত পলাশের ভাই সাইফুর রহমান হিলু বাদী হয়ে জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামান, লোহাগড়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, দিঘলিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি স ম ওহিদুর রহমানসহ ১৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে আসামিরা জামিনে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here