প্রধানমন্ত্রীর বরখাস্তে অস্থিতিশীল শ্রীলংকার রাজনীতি

0
355

ম্যাগপাই নিউজ ডেস্ক : শ্রীলংকার রাজনীতি অস্থিতিশীল হয়ে উঠেছে। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট মাইথ্রিপল সিরিসেনা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষকে নিয়োগ দেন। গতকালই রাজপক্ষে শপথ বাক্য পাঠ করেন। বিরোধীরা প্রেসিডেন্টের পদক্ষেপকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। এদিকে প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে শীর্ষ পুলিশ কর্মকর্তা নালাকা ডি সিলভাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসি ও এনডিটিভি’র

শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে রনিল বিক্রমসিংহের সম্পর্ক ভাল নয়। গত কয়েক মাস ধরে তাদের দুইজনের দ্বন্দ্বে রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়। দ্বন্দ্বের জের ধরে বর্তমান জোট সরকার থেকে সমর্থন তুলে নেয় প্রেসিডেন্ট সিরিসেনার রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স। এরপরই পালাবদলের ঘটনা ঘটে। ২০১৫ সালের নির্বাচনে রাজাপক্ষকে পরাজিত করেছিলেন সিরিসেনা। বিরোধীরা একে ‘অভ্যুত্থান’ বলে আখ্যায়িত করেছেন। অর্থমন্ত্রী মাঙ্গালা সামারাউইরা প্রধানমন্ত্রীকে বরখাস্তের ঘটনাকে ‘গণতন্ত্রবিরোধী অভ্যুত্থান’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রনিলকে বরখাস্ত করা হয়নি। ফলে তিনি এখনো তার পদে বহাল আছেন। ভারতকে একটি বন্দরের বরাদ্দ দেওয়া নিয়ে সমপ্রতি ক্যাবিনেটে বিবাদে জড়ান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। এমনকি সিরিসেনা ক্যাবিনেটে অভিযোগ করেছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা তাকে হত্যার ষড়যন্ত্র করছে। যদিও পরে তিনি সেটি অস্বীকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here