প্রবাসীদের ভোটাধিকার দিতে কাজ করছে ইসি

0
395

নিজস্ব প্রতিবেদক : প্রবাসীদের ভোটাধিকার দিতে ২০০৮ সালে পোস্টাল ভোট চালু হলেও তা কার্যকর করা যায়নি। প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন বিভাগ থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশনকে চিঠি দিয়েছে। কমিশনও এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশন আয়োজিত সেমিনারে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এসব কথা বলেন ।

প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটাধিকার প্রয়োগ সংক্রান্ত এ সেমিনারে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকায় নানা হয়রানির শিকার হচ্ছে তারা। দ্রুততার সঙ্গে তাদের পরিচয়পত্র প্রদানের পাশাপাশি ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

সেমিনারে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থ-বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী, কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here