প্রস্তুত যশোর কেন্দ্রীয় ঈদগাহ, জামাত ৮ টায়

0
682

খড়কী কবরস্থান ৭.৩০ মিনিট ।। কেন্দ্রীয় ঈদগাহ ৮.০০ টা

কারবালা জামে মসজি ৮.১৫ এবং ৯.০০ টা ।। উপশহর মার্কাজ মসজিদ ৮.০০ টা

আমিনিয়া আলিয়া মাদরাসায় ৮.০০ টা

নিজস্ব প্রতিবেদক : যশোর পৌর মেয়রের ঐকান্তিক প্রচেষ্টায় প্রস্তুত যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। বরাবরের মতো এবারো কেন্দ্রীয় ঈদগাহে যশোরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৮টায় এখানে জামাত হবে।

গত কয়েক বছর বৈরী আবহাওয়ার কারণে যশোর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা। এসব দিক বিবেচনা করে এবার পুরো ঈদগাহ ত্রিপল দিয়ে ছেয়ে ফেলা হয়েছে। ফলে মাঠে কাদা-পানি নেই। মুসল্লিদের সুবিধার জন্য পুরো মাঠজুড়ে দুইশরও বেশি সিলিং ফ্যান টানানো হয়েছে।
জেলা ইমাম পরিষদ বলছে, কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও এবার শহরের অর্ধশতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বর্ষার কারণে অনেক খোলা মাঠে কাদা-পানি জমে থাকায় পাশের মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
যশোর শহরের কারবালা জামে মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল সোয়া আটটায়, দ্বিতীয় জামাত সকাল নয়টায়। যশোর উপশহর মার্কাজ মসজিদে ঈদের জামাত হবে সকাল আটটায়। আমিনিয়া আলিয়া মাদরাসায় সকাল আটটায় অনুষ্ঠিত হবে ঈদজামাত।
এছাড়া দড়াটানা মসজিদ, চৌরাস্তা জামে মসজিদ, পুলিশ লাইন মসজিদ, রেলগেট মসজিদে ঈদের বড় জামাতগুলো হবে। মণিহারের কাছে বাসস্ট্যান্ড ট্রাফিক মোড়ে এবং যশোর রেলস্টেশন প্লাটফর্মের ওপরেও দুটি জামাত হবে।
ঈদের জামাত শেষে পশু কুরবানি করবেন সামর্থবান মুসলিমরা। সে কারণে জামাতগুলোর সময় বেশ সকালের দিকে। খড়কী কবরস্থান জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত হবে।
ঈদের জামাতকে নির্বিঘ্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। জেলা পুলিশ প্রশাসনের সূত্রে জানা গেছে, বিশেষ করে যশোর কেন্দ্রীয় ঈদগাহের প্রবেশ পথে পুলিশের বিশেষ টিম মুসল্লিদের যাতায়াতের দিকে নজর রাখবে। এছাড়া বড় জামাতগুলোর আশপাশে পুলিশ মোতায়েন থাকবে।

যশোর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সদস্য জাহিদ হাসান টুকুন জানান, ২০১২ সাল থেকে এ পর্যন্ত মোট ১২টি ঈদের জামাত ঈদগাহের পাশের রাস্তায় হয়েছে। বর্ষা মৌসুমে ঈদ হওয়ায় ঈদগাহের মাঠে নামাজ পড়ার উপযোগী থাকে না। এজন্য বাধ্য হয়ে রাস্তায় নামাজ আদায় করতে হয়েছে। সর্বশেষ গত ঈদুল ফিতরের নামাজও রাস্তায় হয়েছে। এবার ঈদুল আযহা উপলক্ষে যশোর পৌরসভার উদ্যোগে পুরো ঈদগাহ মাঠ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এতে বৃষ্টি হলেও মাঠে কোন সমস্যা হবে না। মুসল্লিরা নির্বিঘেœ নামাজ আদায় করতে পারবে। পৌর মেয়র এই উদ্যোগটি নিয়েছেন।
এ প্রসঙ্গে যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু জানান, বর্ষার কারণে ছয় বছর ধরে ঈদগাহ মাঠে নামাজ আদায় করা যেত না। এবারের ঈদে যাতে নির্বিঘেœ ঈদগাহ মাঠে নামাজ আদায় করা যায় সেই জন্য পুরো মাঠ ত্রিপল ও সামিয়ানা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাপক সাজ-সজ্জার উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো মাঠ থাকবে সিসি ক্যামেরাভুক্ত। এছাড়া লাইটিং, ফ্যান ও মাইকের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, এর আগে কখনো এমন জাঁকজমকপূর্ণভাবে ঈদগাহ সাজানোর ব্যবস্থা করা হয়নি। এবার আমরা মুসল্লিদের স্বস্তিতে নামাজ আদায়ের ব্যবস্থা করেছি। ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে, গতকাল যশোর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার আনিসুর রহমান সরেজমিন ঈদগাহ ময়দানের কাজের খোঁজখবর নিয়েছেন। এসময় যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার তাদের সাথে ছিলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন। তারা এমন উদ্যোগ নেওয়ার জন্য যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুকে অভিনন্দন জানান। একই সাথে ঈদের নামাজ নির্বিঘেœ সম্পন্ন করতে জেলা প্রশাসন থেকে সব ধরণের পদক্ষেপ নেওয়ার কথা জানান। এসময় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, কবি ও সাংবাদিক ফখরে আলম, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক সমাজের কথার ব্যবস্থাপনা সম্পাদক শামীম চাকলাদার, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুবুল আলম লাভলু, যশোর পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান মনি, সন্তোষ দত্ত, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here