প্রেসক্লাব যশোরের তৃতীয় ও চতুর্থতলা ডেকোরেশনের উদ্বোধন করলেন এমপি নাবিল

0
592

নিজস্ব প্রতিবেদক : সোমবার প্রেসক্লাব যশোরের তৃতীয় ও চতুর্থতলা ডেকোরেশনের কাজ উদ্বোধন করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
এ উপলক্ষে প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় কাজী নাবিল আহমেদ বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে পূর্ণাঙ্গ মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকারের পাশাপাশি সব শ্রেণি পেশার মানুষ নিরলস কাজ করে চলেছেন।’
তিনি বলেন, ‘যশোরের উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে জাতীয় সংসদে আমি বহুবার প্রস্তাব উত্থাপন করেছি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় অগ্রাধিকার ভিত্তিতে যশোরকে প্রথম ডিজিটালাইজড জেলা করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, শেখ হাসিনা সফটওয়্যার পার্ক নির্মাণ করা হয়েছে। যশোরবাসীর প্রাণের দাবি ভৈরব নদ খননের কাজও শুরু হয়েছে।’
যশোর-বেনাপোল, যশোর-মাগুরা, যশোর-কুষ্টিয়াসহ এ অঞ্চলের সড়কগুলোর দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। সম্প্রতি সংসদীয় কমিটির সদস্যরা বেনাপোলে ব্যবসায়ী ও সুধিদের সঙ্গে কথা বলে গেছেন। আশা করা যায়, খুব শিগগির সড়কগুলো সংস্কারের কাজ শুরু হবে।’
প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে কাজী নাবিল বলেন, ‘বছর দেড়েক আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন। দেরিতে হলেও আজ সেই নির্মাণকাজ উদ্বোধন করা হলো।’
তিনি নিজেকে ‘মিডিয়ার মানুষ’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আধুনিক ডিজাইনে ক্লাবের ভবন নির্মাণে যা যা দরকার সবই করা হবে। যাতে আগামী প্রজন্ম প্রেসক্লাবটিকে ভালোভাবে ব্যবহার করতে পারেন।’
খুব শিগগির পরিপূর্ণ এই ক্লাবে সবাই মিলিত হতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘২০১৮ সালটি খুবই তাৎপর্যপূর্ণ; এ বছরের শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যশোরের ছয়টি আসনে যেন নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করতে পারেন- সেদিকে সবাইকে নজর রাখতে হবে।’
প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক রুকুনউদ্দৌলা, ফখরে আলম, মনোতোষ বসু, তৌহিদুর রহমান, বেনজীন খান, তৌহিদ জামান, সাজেদ রহমান, জুয়েল মৃধা, সাইফুল ইসলাম সজল, মাহবুব আলম লাভলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, যুবলীগনেতা মঈনউদ্দীন মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here