প্রেস ক্লাবের এসে অসহায়দেরকে গুলি করে মারার হুমকি

0
453

যশোর অফিস : এবার প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সামনে সাহায্য
প্রার্থী অসহায় ঋশিদেরকে গুলি করার হুমকি দিল পুলিশ। শুক্রবার
দুপুর ১টার দিকে প্রেসক্লাব যশোরে ঘটনাটি ঘটে।
হুমকিদাতারা যশোর ইছালি পুলিশ ফাড়ির এএসআই নাজমুল ও
কনস্টেবল জিল্লু বলে নিশ্চিত করেছে ভ’ক্তভোগিরা।
শুক্রবার সকাল সাড়ে এগারটার সময় প্রেস ক্লাব যশোরে
উদভ্রান্তের মতো ঢুকে পড়ে ইছালি ইউনিয়নের ঋশি সম্প্রদায়ের
কিছু লোক। সেখানে তারা হাউ মাউ করে কান্নাকাটি করতে
থাকে। তাদের কান্নাকাটিতে উপস্থিত সাংবাদিকরা ছুটে
আসেন। “আমাদেরকে বাচান,পুলিশ আমাদেরকে গুলি করে মেরে
ফেলবে” সাংবাদিকদের দেখে বলতে থাকেন ঋশি পাড়ার
বাসিন্দরা। কি হয়েছে জানতে চাইলে তাদের মধ্যে ঋশি পাড়ার
মৃত শশা ধরের ছেলে সমগ্রহ (৩৭) নামের একজন বলেন,মাদকে
বিরুদ্ধে কথা বলায় এবং মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ আমাকে মেরে ফেলতে ধাওয়া করেছে। তিনি আরো বলেন,আমরা
যশোরের ইছালি পশ্চিম (১নং ওয়ার্ড) পাড়ার স্থানীয় বাসিন্দা।
আমরা ১৫ ঘর মতো এই ঋশি সম্প্রদায়ের লোক জন একত্রে
বসবাস করি। আমাদের পাড়ার মৃত রাজ কিশোরের ছেলে দুদ কুমার
(৫৫) ও তার ভাইপো ইন্দ্রোজিৎ,যোথ কাশেমপুরের শামসুল
বিশ্বাসের ছেলে জাহিদ এরা ওই ওয়ার্ডের মেম্বর ইদ্রিসের
সরাসরি মদদে মাদক ব্যবসা করে। তারা রীতিমতো খোলাখুলি এই
মাদকের বেচাকেনা করে। বিভিন্ন স্থান থেকে লোকজন আসে
মাদক কিনতে। তাদেরকে আমাদের পুলিশ ফাড়ির এসআই
মফিজুর,এএসআই নাজমুল ও কনস্টেবল জিল্লু সরাসরি সাহায্য
করে। সেই মাদকে বিরুদ্ধে কথা বলায় আমাদেরকে বিভিন্ন
সময়ে পুলিশের বিপদের মুখে পড়তে হয়। বিনা কারনে পুলিশ
আমাদেরকে ধরে টাকাও আদায় করে থাকে। ইতি মধ্যে আমি
আমার জমিতে এক টুকরো দালান বানানোর চেষ্টা করছি। সেই
দালান বানানোটাও ইদ্রিস মেম্বর ভালো ভাবে দেখছে না। তাই
আমাদেরকে সবসময় আতঙ্কের মধ্যে রাখে তারা। শুক্রবার সকালে
হঠাৎ ফড়ির এএসআই নাজমুল ও কনস্টেবল জিল্লু আমাকে ধরতে
আছে। আমি ভয় পেয়ে দৌড়ে পালায়। এ সময় এএসআই
নাজমুল,“দাড়া,না হলে গুলি করে দেবো” বলে চিৎকার করতে থাকে।
আমি কোন রকম দৌড়ে মাঠের মধ্যে গিয়ে পড়ি। পরে আমার
গ্রামের লোকজন সহ সকলে চেয়ারম্যান আফজালের কাছে যায়।
তিনি আমাদেরকে এখানে (প্রেসক্লাব যশোর) এসে সাহায্য
চাইতে বলেন। সাংবাদিকদের সাথে কথা বলা অবস্থায়
প্রেসক্লাব যশোরের প্রধান ফটকের কাছে দুজন আরোহি সহ
একটি লাল মটর সাইকেল এসে দাড়ায়। এ সময় রিশি সম্প্রদায়ের
কয়েকজন সেখানে দাড়িয়েছিল। মটর সাইকেল থেকে নেমে
তাদেরকে কিছু বলে চলে যায় আরোহিরা। গেটের মধ্যে বসে

থাকা কিছু বয়োজোষ্ঠ্য সাংবাদিক ব্যাপারটা খেয়াল করলেও
কিছু মনে করেননি। কিছুক্ষন পড়েই সেখানে দাড়ানো
লোকজন (ঋশি সম্প্রদায়ের লোকজন) ছুটে এসে বসে থাকা
বয়োজোষ্ঠ্য সাংবাদিকদের বলেন,“মটর সাইকেলে এএসআই
নাজমুল আর কনস্টেবল জিল্লু এসে আমাদেরকে বলে গেল,“নালিশ
করতে এসেছো?বাড়ি যাবা না,তখন তোদের কে বাচাবে?
সবকটাকে গুলি করে মারবো।” পুলিশের এহেন আচারনে
সাংবাদিকরা হতবাক হয়ে পড়েন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here