পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা ও যেভাবে মূলপর্বে যেতে পারে বাংলাদেশ

0
210

অনলাইন ডেস্ক : পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা ও যেভাবে মূলপর্বে যেতে পারে বাংলাদেশ
বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ওমানের বিপক্ষে ২৬ রানের জয় পায় টাইগাররা। এই জয়ের মাধ্যমে বিশকাপের মূলপর্বে খেলার আশা জিইয়ে রাখল বাংলাদেশ।

পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা

স্কটল্যান্ড: ২ ম্যাচ, ২ জয়, ৪ পয়েন্ট, ০.৫৭৫ রান রেট
ওমান: ২ ম্যাচ, ১ জয়, ১ পরাজয়, ২ পয়েন্ট, ০.৬১৩ রান রেট

বাংলাদেশ: ২ ম্যাচ, ১ জয়, ১ পরাজয়, ২ পয়েন্ট, ০.৫০০ রান রেট

পাপুয়া নিউ গিনি: ২ ম্যাচ, ২ পরাজয়, ০ পয়েন্ট, -১.৮৬৭ রান রেট

যেভাবে সুপার টুয়েলভে যেতে পারে বাংলাদেশ

বাংলাদেশ শেষ ম্যাচে মুখোমুখি হবে পাপুয়া নিউগিনির। ওদিকে স্কটল্যান্ড ও ওমান মুখোমুখি হবে গ্রুপের শেষ ম্যাচে। সুপার টুয়েলভে খেলতে হলে বাংলাদেশকে পাপুয়া নিউ গিনিকে হারাতেই হবে। তবে জিতেলই বাংলাদেশের পরবর্তী পর্ব নিশ্চিত হবে না।

কারণ, স্কটল্যান্ড যদি ওমানের কাছে হেরে বসে, তখন তিন দলেরই পয়েন্ট হবে ৪। তখন কোন দুই দল সুপার টুয়েলভে যাবে, সেটা নির্ধারণ করতে হবে নেট রানরেট বিবেচনায়।

সুতরাং ম্যাচ জিতলে বড় ব্যবধানে জেতার দিকেও নজর দিতে হবে বাংলাদেশকে।