ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘে তোলা প্রস্তাবে হেরে গেল আমেরিকা

0
455

ম্যাগপাই নিউজ ডেস্ক : ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা নিজের প্রস্তাবে হেরে গেছে আমেরিকা। প্রস্তাবে ভোট দেয়া বিরত ছিল নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১১টি দেশ এবং রাশিয়া ও অন্য দুটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। সব মিলিয়ে আমেরিকার পক্ষে নিজের ভোট ছাড়া আর কোনো ভোট পড়ে নি।মার্কিন প্রস্তাবে ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা দেয়ার দাবি জানানো হয়। ইসরায়েলের হামলার মুখে ফিলিস্তিনিদের প্রতিরোধকে আমেরিকা আগ্রাসন বলে অভিহিত করেছে। অথচ, ইসরায়েল খুব সম্প্রতি গাজার অন্তত ৩০টি অবস্থানে বিমান হামলা চালিয়েছে। এছাড়া, গত ৩০ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় প্রতিদিন ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনের বেসামরিক নীরিহ মানুষ শহীদ হয়েছেন। ইসরায়েলি হামলার জবাবে গাজার হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন কিছু কিছু প্রতিরোধমূলক হামলা করেছে। এ প্রসঙ্গে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, গাজা থেকে হামলার জন্য ফিলিস্তিনের নেতাদের দায়ভার নিতে হবে। পাশাপাশি শান্তির জন্য হামাসকে বড় বাধা বলে উল্লেখ করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here