ফের বৈঠক বর্জন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের

0
371

নিজস্ব প্রতিবেদক : আবারও বৈঠক বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তার অভিযোগ, ‘মতপ্রকাশের স্বাধীনতা নেই’। এছাড়াও আরও বেশ কয়েকটি অভিযোগ এনছেন তিনি।

একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার ও বিধিমালা সংশোধন নিয়ে আজ সোমবার বেলা ১১টায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে সিইসির সভাকক্ষে এ বৈঠকটি শুরুর ৭ মিনিটের মাথায় বৈঠক বর্জন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

এর আগে গত ৩০ আগস্টও ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত পোষণ) দিয়ে ইসির সভা বর্জন করেছিলেন এই মাহবুব তালুকদার। ওই সময় জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহারের বিরোধিতা করে আলোচনার সভাটি বর্জন কছিলেন তিনি।

এরপর দেড় মাসের বিরতি দিয়ে আজ সোমবার ডাকা হয় ইসির কমিশন সভা। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বর্তমান কমিশন গঠনের পর দুই কমিশন সভার মধ্যে এটিই সর্বোচ্চ সময়ের ব্যবধানে ডাকা সভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here