বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উপলক্ষে নড়াইলে দিনব্যাপী কর্মসূচি পালিত

0
613

নড়াইল প্রতিনিধি
১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নড়াইলে ও লোহাগড়ায় দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) জেলা প্রশাসনের আয়োজনে পুরানত বাস টার্মিনাল থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। দিনব্যাপি অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বঙ্গবন্ধু সস্মর্কিত কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ছবি অংকন প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, মিলাদ ও বিশেষ প্রার্থনা, জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক সপ্তাহব্যাপী প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও জীবনের উপর আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। এ সব কর্মসূচিতে জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু। অপর দিকে, লোহাগড়া পৌর আ’লীগের উদ্যোগে বিকালে এক আলোচান সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পৌর আওয়ামীলীগের সভাপতি ও লক্ষ্মীপাশা ইউনিয়নের চেয়ারম্যান কাজী বনি আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. সৈয়দ আইয়ুব আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, চেয়ারম্যান মতিয়ার রহমান, নজরুল শিকদার, সাবেক চেয়ারম্যান শিয়ানুক রহমান, শিকদার আজাদ রহমান, মনজুরুল করিম মুন, মোঃ লিয়াকত হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here