বঙ্গবন্ধু বাংলার মানুষের প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন : এমপি স্বপন ভট্টাচার্য্য

0
456

উত্তম চক্রবর্ত্তী : যশোর-৫(মণিরামপুর) আসনের জাতীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য চাঁদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন। তিনি যখন বাংলার মানুষের অধিকার ও উন্নয়নের কাজে হাত দিয়েছিলেন ঠিক তখনই তাঁকে পরিবারসহ হত্যা করা হয়। আর তখনই থেমে যায় বাংলার উন্নয়ন আর গণতন্ত্রের চাকা। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ ও জাতির উন্নয়ন করে যাচ্ছেন। তাঁর উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি কু-চক্র মহল দেশ ধ্বংসের রাজনীতিতে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র থেকে শেখ হাসিনা ও দেশকে রক্ষা করতে হবে। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সজাগ থাকতে হবে। রবিবার বিকালে মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের, হরিহরনগর গ্রামে,বাওড়ের পাশে শুভ বিদ্যুৎ উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই গ্রামে ৪০ জন গ্রাহকের মাঝে ৭ লক্ষ টাকা প্রকল্প ব্যয়ে এ শুভগ্রাম বিদ্যুৎ উদ্ভোধন করা হয়। এ অনুষ্ঠানে হরিহরনগর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মহিতোষ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা হাবিবুর রহমান ভোলা, আরও বক্তব্য রাখেন খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার মুজিবুর রহমান, হরিহরনগর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম নেতা মুনছর আহম্মেদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম (এম এস) পরিতোষ কুমার, উপজেলা যুবলীগের অন্যতম নেতা রুহুল কুদ্দুস, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ শাহাজাহান, হরিহরনগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম, খেদাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের হাদিউজ্জামান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here