বনাপোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারেন্ট জাল নিধন ব্যবসায়ীকে জরিমানা

0
329

আশানুর রহমান আশা-বেনাপোল : বেনাপোলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই কারেন্ট জাল ব্যাবসায়ীকে আটক পূর্বক ১০ হাজার টাকা জরিমানাসহ প্রায় দুই লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ করে আগুণে পুড়িয়ে নিধন করেছেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পুলক কুমার মন্ডল।

বৃহস্পতিবার দুপুরে শার্শা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বেনাপোল বাজারের কারেন্ট জাল ব্যবসায়ী বনো এবং হাবিবুল্লাহ হোসেনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেসাথে দুই দোকান থেকে প্রায় দুই লক্ষ টাকার কারেন্ট জাল উদ্ধার করে তা বেনাপোল বলফিল্ড মাঠে নিয়ে আগুনে পোড়ানো হয়।

এ ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান ও বেনাপোল পোর্ট থানার এসআই মতিউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here