বরগুনায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নারীর মৃত্যু, বেড়িবাঁধ ভেঙে পানির নিচে ফসলি জমি

0
585

বরগুনা প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ডিএন কলেজে আশ্রয় নিতে আসা এক নারী অসুস্থ হয়ে মারা গেছেন। এছাড়া বরগুনা সদর উপজেলা ও পাথরঘাটা উপজেলায় বেলা ২টা পর্যন্ত ঝড়ে গাছ ও ঘর চাপা পড়ে ১০ জন আহত হবার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৮ জন বরগুনা জেনারেল হাসপাতালে এবং ২ জনকে পাথরঘাটা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে আমন ধান ক্ষেত। ক্ষতির আশঙ্কা রয়েছে শীতকালীন সবজি ও পান বরজয়ের।

পানি উন্নয়ন বোর্ডের ৫টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে কাকচিড়া বাজারসহ বসতবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে। বেড়িবাঁধ ভেঙেছে কাকচিড়া বাজার লঞ্চঘাট, মাঝের চর, বরগুনার বালিয়াতলী, পাথরঘাটার জিনতলা, বামনার বেবাজিয়াখালী।

ঝুকিঁর মধ্য রয়েছে বরগুনার লবনগোলা, আয়লাপাতাকাটার জাঙ্গালিয়া, আমতলীর গুলিয়াখালী।