বাংলাদেশকে আর কত অবজ্ঞা?

0
335

লন্ডন থেকে : সংবাদ সম্মেলনে মাশরাফি মুর্তজা। বাংলাদেশকে নিয়ে অবজ্ঞা নতুন কিছু নয়। নিন্দুকদের একটি দলই আছে যারা বাংলাদেশের অসাধারণ নৈপুণ্যেও ভুল খুঁজে নেন হাড়ি হাড়ি। এই যেমন ব্রেন্ডন ম্যাককালামও বর্তমানে বাংলাদেশকে অবজ্ঞা করে সম্প্রতি পোস্ট দিয়ে বাংলাদেশি ভক্তদের কড়া সমালোচনার মুখে পড়েছেন। অবশ্য তার অনুমান নির্ভর পোস্টটি যে সত্যি হয়নি তাও একটি কারণ বিষয়টিকে উস্কে দেওয়ার পেছনে।

রবিবার ওভালে দক্ষিণ আফ্রিকাকে শুরু থেকে দাপুটে ভঙ্গিতে খেলেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সেই জয়ের দ্বারপ্রান্তে দাঁড়ানো বাংলাদেশকে নিয়ে এই আসরেও অবজ্ঞাসূচক ভাষ্য দিতে দেখা গেছে কমেন্ট্রিবক্সে! প্রেসবক্সে রেডিও ধারাভাষ্য শুনতে আইসিসি সাংবাদিকদের তারবিহীন একটি ডিভাইস দিয়েছে। সেই ডিভাইস থেকেই ভেসে এসেছে বাংলাদেশকে নিয়ে অবজ্ঞাসূচক- ‘আপসেট’ ঘটাতে যাচ্ছে বাংলাদেশ!’

এখানে থামলেই হতো! সংবাদ সম্মেলনেও বিদেশি এক সাংবাদিকদের কাছ থেকে এমন প্রশ্ন এলো কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে- বাংলাদেশ আসলে আগে সবাই ধরে নিতো আপসেট, এমন জয়ের পরও কি সেই ধারনা বদলাবে? মাশরাফি অবশ্য সোজাসাপ্টা উত্তর দিলেন এর, ‘এটাতো আসলে নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভর করে। একজন মানুষের ধারনাতো আমরা বদলাতে পারবো না। এতো কিছু না ভেবে আমাদের নিজেদের খেলার দিকে মনোযোগ দেওয়াই জরুরি। আমাদের কাজটা ঠিকঠাক মতো করাই হচ্ছে মূল ব্যাপার। কে, কী বললো এইসব নিয়ে আমরা ভাবছি না।’

গত কয়েক বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে একের পর এক সাফল্যের পালক যুক্ত হচ্ছে। তবুও ভারত কিংবা অস্ট্রেলিয়ার মতো দলগুলোর কাছে গুরুত্ব পাচ্ছেন না মাশরাফি। এসব বাংলাদেশের সেরা অধিনায়কও বোঝেন। কিন্তু তিনি এইসব নিয়ে ভাবতে চান না, ‘আমাদের ওই সময়টা কঠিন কেটেছে। কঠিন ওই সময়টাতে আমরা নিজেদের কাজগুলোই ঠিক মতো করতে চেয়েছি। এখানো তাই চেষ্টা করছি। একটা ব্যাপারে আমি নিশ্চিত, বেশির ভাগ মানুষই আমাদের ব্র্যান্ডের ক্রিকেটের ভক্ত নয়। যে কারণে মানুষ কী ভাবছে, সেটা আমাদের ভেবে লাভ নেই। আমাদের কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা সেটাই জরুরি।’

দশ দলের বিশ্বকাপে ফেভারিটের তকমা নেই বাংলাদেশের। তবুও দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে স্বপ্নের বিশ্বকাপের শুরুটা দারুণ ভাবেই হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। এই জয় বাকিদের জন্য কোন ইঙ্গিত কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেছেন, ‘আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ আছে। এটাতো মাত্র শুরু। সামনে শক্তিশালী নিউজিল্যান্ড, ইংল্যন্ডের মতো দলের বিপক্ষে খেলতে হবে। ভালো খেলার পাশাপাশি আমাদের ভাগ্যের সহায়তাও ছিল। তাই আমরা জিতেছি। এই ম্যাচ জিতেছি বলেই সামনের ম্যাচ সহজ হয়ে যাবে-ব্যাপারটা তেমন নয়। হয়তো এই জয়টি আমাদের আত্মবিশ্বাস যোগাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here