বাংলাদেশি বংশোদ্ভুতদের নাগরিকত্ব দেবেন ইমরান খান!

0
343

ম্যাগপাই নিউজ ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘পাকিস্তানে জন্ম নেয়া বাংলাদেশি ও আফগান বংশোদ্ভুতদের নাগরিকত্ব দেবে তার সরকার। দেওয়া হবে জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট। ‘

গতকাল রবিবার করাচি সফরে গিয়ে এ ঘোষণা দেন পাকিস্তান তেহরিক-ই-ইনাসাফ থেকে বিপুল ভোটে জয়ী এ নেতা। সরকারের দায়িত্ব নেয়ার পর এটাই ইমরান খানের প্রথম করাচি সফর।

অার প্রথম সফরেই এ যুগান্তকারী ঘোষণা দিলেন ইমরান খান। করাচিতে তিনি বলেন, এই শহরে কয়েক লাখ অনিবন্ধিত বাংলাদেশি ও আফগান নাগরিক বসবাস করছে। শহরটিতে কোনো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নেই। ওইসব বাংলাদেশি ও আফগান জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট পায়নি।এ কারণে তারা কোনো চাকরি পায় না।

ইমরান খান আরও বলেন, এ বেকারত্বের কারণে সেখানে ব্যাপক হারে অপরাধমূলক কর্মকান্ড বাড়ছে। সিন্ধু মেট্রোপলিটনের রাস্তায় ব্যাপক হারে অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here