বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিলেন

0
533

নিজস্ব প্রতিবেদক : প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিলেন ভারতের মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।তিনি বলেছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন তরাণ্বিত করতে গেলে ভারত-বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করাটা সবচেয়ে জরুরি। গতকাল বুধবার রাজ্যের রাজধানী শিলংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি একথা বলেন। সাংমা বলেন, ‘পূর্বে তাকাও বা দক্ষিণে তাকাও’ নীতি নিয়ে উত্তরপূর্ব রাজ্যের সকল মুখ্যমন্ত্রীদের নিয়ে আরও বেশি করে আলোচনা করা উচিত, কারণ দীর্ঘ মেয়াদের জন্য এই ধারণাটিকে আরও শক্তিশালী করতে এই ধরনের আলোচনা অত্যন্ত প্রয়োজনীয়’। সাংমা আরও জানান, ‘বাংলাদেশের সাথে যথাযথ বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের মধ্যে দিয়ে আমরা দুই দেশই আমাদের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে আগ্রহী। কিন্তু একই সঙ্গে আমাদের মাটি ও জনগণকেও সুরক্ষা দিতে হবে’। মেঘালয়ের মুখ্যমন্ত্রীর অভিমত, বাণিজ্য চলতেই থাকবে আর পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশের পর্যটকদের খুব কাছেই রয়েছে শিলং’এর মতো পার্বত্য এলাকা। তাই আমাদের সেই সুবিধাটা নিতে হবে। কিন্তু পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের বিষয়টির দিকেও আমাদের নজর রাখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here