বাংলাদেশে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় জাতিসংঘ

0
298

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।
জাতিসংঘ

সোমবার নির্ধারিত ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডুজাররিক। বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের নীতিগত অবস্থান থেকে পৃথিবীর যে দেশেই নির্বাচন অনুষ্ঠিত হোক, আমরা চাই তা অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু হবে।’
একই দিনে আবারও মিয়ানমার সরকারের প্রতি রাখাইন রাজ্যে মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here