বাংলাদেশ-ভারত ৪ সমঝোতা স্মারক স্বাক্ষরিত

0
397

ম্যাগপাই নিউজ ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যে চারটি নতুন সমঝোতা স্মারক সই হয়েছে। বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ সমঝোতাগুলো স্বাক্ষরিত হয়েছে।

আজ শুক্রবার দিল্লিতে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে এ সমঝোতা সই হয়।

আজ সকালে দিল্লির জওহরলাল নেহেরু ভবনে জেসিসি বৈঠকে যোগ দেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৈঠক শেষে দু’দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হয়।

স্বাক্ষরিত চারটি সমঝোতা স্মারক হলো-
১. বাংলাদেশের ১,৮০০ সিভিল সার্ভিসের মধ্যম পর্যায়ের কর্মকর্তার প্রশিক্ষণ।
২. ভারতের আইয়ুশ ও বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে মেডিসিনাল প্লান্ট স্থাপন।
৩. বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) মধ্যে সহযোগিতা।
৪. মোংলায় ভারতের অর্থনৈতিক জোনে বিনিয়োগ সহায়তার লক্ষ্যে হিরোনদানি গ্রুপ ও বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক।

গত ৬ ফেব্রুয়ারি জেসিসি বৈঠকে যোগ দিতে বুধবার দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here