বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে আপন মহিমায় উজ্জ্বল নক্ষত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্ত

0
512

সাগরদাঁড়িতে মধুমেলার ৩য় দিনের আলোচনা সভায় বক্তরা

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার ৩য় দিন সোমবার সন্ধ্যায় মধুমঞ্চে বিষয় ভিত্তিক আলোচনা সভায় বক্তরা বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সনেট রচনা করে বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে। তাঁর আর্বিভাব ছিলো বাংলা সাহিত্য উষার অঙ্গনে দেবদূতের মত। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে আপন মহিমায় উজ্জ্বল নক্ষত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তাঁর মেধা ও মননশীল সৃষ্টি চেতনায় সমৃদ্ধ হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য। বক্তরা সাগরদাঁড়িতে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী জানান।
যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাজেদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দৈনিক সত্যপাঠের সম্পাদক হারুনার রশীদ, মধুসূদন একাডেমীর পরিচালক কবি খসরু পারভেজ, পথিক যশোরের সম্পাদক কবি সোহেল শাহরিয়ার, চুকরগর কলেজের অধ্যাপক হাশেম আলী ফকির, পাঁজিয়া মনোজ ধীরাজ একাডেমীর পরিচালক এম এ হালিম ও বাংলাদেশ টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী ও দৈনিক প্রতিদিনের কথার সাংবাদিক উৎপল দে। আলোচনা সভার পূর্বে ও পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here