বাঘারপাড়ার উন্নয়নে সহযোগিতা চেয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে নির্বাহী অফিসারের মতবিনিময়

0
378

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : বাঘারপাড়ার উন্নয়নে সহযোগিতা চেয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম। সোমবার বিকেলে এ কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ারুজ্জামান,উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ হাসান,বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার,বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চন্দন দাস,সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদুজ্জামান,সহসভাপতি শরাফত উদ্দিন,কোষাধ্যক্ষ তরুন মন্ডল,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাজাহান সাজু,সাংবাদিক অনুপম দে,নূর হাসান লাল্টু,নাজমুস সাদাত আকাশ প্রমূখ। প্রাণবন্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম বাঘারপাড়ার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চান। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ঘর নির্মাণে অনিয়মের অভিযোগের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন ‘এ বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি তদন্ত টিমও গঠন করা হয়েছিল। তদন্তে তেমন কোন অসংগতি মেলেনি। দু’এক জায়গায় একটু-আধটু সমস্যা হলেও তা সমাধান করা হয়েছে’। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন ২০১৫ সালের বাজার দরে মালামালের দাম নির্ধারন ছিল। সে তুলনায় বর্তমান বাজার দরে মালামাল ক্রয় করতে হচ্ছে’। এ ব্যাপারে কোন অসংগতির খবর পেলে তা সাথে সাথে জানানোর অনুরোধ জানান শাহানাজ বেগম। জবাবে সাংবাদিকরাও তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here