বাঘারপাড়ার খানপুরে রাস্তায় ধানের চারা রোপন করে অভিনব প্রতিবাদ

0
532

অনুপম দে,বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : সরকার যায়,সরকার আসে। কেউ কথা রাখেনি।স্বাধীনতা পরবর্তী সময়ে কোন জনপ্রতিনিধি এ রাস্তার ব্যাপারে গুরুত্ব দেন নি।প্রতিবছর বর্ষাকাল এলাকাবাসীর জন্য দূর্ভোগ বয়ে আনে।উন্নয়নশীল দেশে এমন রাস্তা বিরল। সাধারন মানুষের জিবন বিপযর্স্ত হয়ে ওঠে।বর্ষাকালে ভোগান্তির শেষ নেই।তাই রাস্তার ওপর ধানের চারা রোপন করে অভিনব প্রতিবাদ । যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এলাকা খানপুর । এ গ্রামে বিন্দাবনের বাড়ি থেকে ঘোষপাড়া পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে গতকাল শুক্রবার এরকম প্রতিবাদে মিলিত হন ওই এলাকার শতাধিক নারী-পুরুষ। তাদের সাথে যোগদেন শিশুরাও। এক কিলোমিটারের জন গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকাকরণ না হওয়ায় সহ¯্রাধিক মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বর্ষাকাল আসলেই ভোগান্তি বেড়ে যায় দ্বিগুণ মাত্রায়। এ সময় এ রাস্তা দিয়ে চলতে গেলে হাঁটু পর্যন্ত পা কাঁদার ভেতর দেবে যায়। এ সময় সব চেয়ে বেশী সমস্যার সম্মুখিন হয় বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সবজি চাষিরা। অভিযোগ রয়েছে স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করণের দাবি জানিয়ে আসলেও স্থানীয় জনপ্রতিনিধিরা কোন উদ্যোগ গ্রহণ করেননি। তবে তারা প্রতিশ্রুতি দিয়েছেন অনেকবার।প্রতিবাদ জানাতে আসা কলেজ ছাত্র সন্দিপ ভদ্র বলেন‘এ এলাকায় প্রায় কয়েক হাজার লোকের বসবাস।প্রায় ৫০০-৭০০ লোক প্রতিদিন এ রাস্তায় যাতায়াত করে। একটু বৃষ্টি হলেই এ রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়ে’। তার সাথে সুর মিলিয়ে কৃষক সবুজ বিশ্বাস বলেন‘এ অঞ্চলে ১২ মাস সবজি চাষ হয়। সবজি চাষেও এলাকার যথেষ্ঠ সুনাম রয়েছে। সপ্তাহে সাত দিন হাটে যেতে হয়। প্রতিদিন শতশত মন সবজি বাজারজাতকরন করতে খুবই কষ্ট হয়। রাস্তা ভাল না হওয়ায় অনেক সময় সবজি হাটে তুলতে পারিনা। ফলে ক্ষেতেই সবজি পঁচে নষ্ট হয়। আমরা অত্র এলাকার সবজির চাহিদা পুরনে গুরুত্বপূর্ন ভ’মিকা রাখি। অন্যদিকে বাড়ির কর্তাদের সাথে রাস্তা পাকাকরণের দাবিতে প্রতিবাদ জানাতে আসেন গৃহবধু লতিকা বিশ্বাস,রাজ কুমারী ভদ্র,কল্পণা রানীও। তারা জানান,বর্ষাকাল জুড়ে এ রাস্তাটিতে চলাচল করতে খুব কষ্ট হয়। ছেলে-মেয়েরা স্কুল কলেজে যেতে পারেনা।হঠাৎকরে কেউ অসুস্থ হলে চিকিৎসা করা দুরুহ হয়ে উঠে। তাছাড়া হাটে তরকারি নিয়ে যেতেও কষ্ট হয় বাড়ির কর্তাদের। রাস্তাটি পাকাকরণে এ সময় তারা স্থানীয় এমপির সু-দৃষ্টি কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here