বাঘারপাড়ায় আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত

0
372

বাঘারপাড়া প্রতিনিধি : গতকাল শনিবার বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার,সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সবুর হেলাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, উপ প্রচার সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, জেলা আওয়ামীলীগ নেতা মশিয়ার রহমান সাগর, সাহারুল ইসলাম, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী জুলাই, সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, সিনিয়র সহ সভাপতি আবু বক্কর শিকদার ,আতিয়ার রহমান সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আলী, অরুণ অধিকারি, সাংগঠনিক সম্পাদক আনছার আলী, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক শচিন্দ্র নাথ বিশ্বাস, জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ধলগ্রাম ইউপি চেয়ারম্যান সুভাষ দেব নাথ অভিরাম, রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, গোলাম ছরোয়ার, জেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা নিয়ামত উল্ল্যাহ প্রমুখ। বর্ধিত সভা বেলা ১১ টায় শুরু হয়ে শেষ হয় বিকাল তিনটায়।
সভায় জেলা নেতৃবৃন্দ ১৭ নভেম্বর বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে কাউন্সিলরের তালিকা তৈরীর নিয়ম ও কারা প্রধান পদে প্রার্থী হতে পারবেন না সে বিষয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।