বাঘারপাড়ায় টির মধ্যে ৭টিতে আ.লীগ

0
226

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে যশোরের বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার ভোট গ্রহণের পর রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
চেয়ারম্যান পদে ৯টি ইউনিয়নের মধ্যে ৭টিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। অপর একটি ইউনিয়নে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি মার্কাার প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন- জহুরপুর ইউনিয়নে নৌকার আসাদুজ্জামান মিন্টু, বন্দবিলা ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির হাতুড়ি মার্কার সবদুল হোসেন খান, রায়পুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর রশিদ স্বপন, নারিকেলবাড়িয়া ইউনিয়নে নৌকার বাবলু কুমার সাহা, ধলগ্রাম ইউনিয়নে নৌকার রবিউল ইসলাম, দোহাকুল ইউনিয়নে নৌকার আবদুল মোতালেব তরফদার, দরাজহাট ইউনিয়নে নৌকার জাকির হোসেন, বাসুয়াড়ি ইউনিয়নে নৌকার আমিনুর সরদার, জামিদিয়া ইউনিয়নে নৌকার আরিফুল ইসলাম তিব্বত।
রোববার তৃতীয় ধাপে যশোরের বাঘারপাড়ার ৯টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। কয়েকটি বিচ্ছন্ন ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।