বাঘারপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0
515

বাঘারপাড়া প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় বাঘারপাড়ায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে গতকাল সকালে বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রনজিত কুমার রায় এমপি। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ‘‘১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর মহান বিজয়ের মাত্র দুই দিন আগে ১৪ ডিসেম্বর দেশের কৃতী সন্তানদের বেছে বেছে ধরে নিয়ে হত্যা করে স্বাধীনতার শত্রুরা। যাতে এ জাতি স্বাধীন হলেও পরবর্তীতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। শহীদ বুদ্ধিজীবীদের ঋন বাঙ্গালী জাতি কোনদিন শোধ করতে পারবে না’’। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) এএফএম আবু সুফিয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা হাসান আলী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।