বাঘারপাড়ায় শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় গ্রন্থ ও নগদ অর্থ বিতরণ

0
740

অনুপম দে, বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি ঃ মানবজাতির আসুরিক শক্তির বিনাশ আর পার্থিব শান্তি,কল্যাণ ও মঙ্গল কামনার জন্য বহুকাল হতে দেবীর বন্দনা করে আসছেন হিন্দু ধর্মাবলম্বীরা । এ উপলক্ষে আজ মঙ্গলবার বাঘারপাড়ার দোহাকুলা সমাজবাড়ি রাধাগৌবিন্দ মন্দির প্রাঙ্গণে শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় গ্রন্থ ও নগদ অর্থ প্রদান করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(অবঃ) বাবু সন্তোষ অধিকারি। এ সময় তিনি ছাব্বিশ জন শিক্ষার্থীর মাঝে নগদ ২৬০০০/= টাকা ও ধর্মীয় গ্রন্থ প্রদান করেন। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা দেওয়ার ফলে এক উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধা ডাঃ চিত্তরঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র কামরুজ্জামান (বাচ্চু), এ সময় তিনি বলেন, “ ধর্ম যার যার উৎসব সবার। এ উৎসব ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষের। মানবজাতির মঙ্গল কামনায় এবং সকল অশুভ শক্তি নাশ করতে দেবী দূর্গার পুজা করা হয়।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশাংক পাল ও প্রভাষক অনুপম দে। অন্যান্যের মধ্যে উপ¯িথত ছিলেন বাবু সুবোল অধিকারি,ডাঃ হরেন্দ্রনাথ রায়,অরবিন্দু অধিকারি,শান্তিরাম বিশ্বাস, মধুসূদন পাল প্রমূখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here