বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচন

0
1472

সম্ভাব্য চেযারম্যান প্রার্থী আব্দুর রউফ একজন পরিশ্রমী রাজনীুতিক

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আর সব স্থানের মতো বাঘারপাড়ায় প্রচারনা শুরু করেছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। এ তালিকার অগ্রভাগে রয়েছে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা। তিনি রাত-দিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
আব্দুর রউফ মোল্যা একজন পরিশ্রমি রাজনীতিক। দুই যুগেরও বেশী সময় ধরে রাজনীতির করছেন তিনি। দীর্ঘ এ রাজনৈতিক জীবনে মানুষের সেবা করে চলেছেন নিঃস্বার্থ ভাবে। মানুষের বিপদে-আপদে সব সময় ছুঁটে যান আব্দুর রউফ। সময়ের সাহসী এ রাজনীতিক নিজের কর্ম দক্ষতা দিয়ে বাঘারপাড়ার রাজনীতিতে হয়ে উঠেছেন আলোচিত। ’৯০ দশকে বড় ভাই আব্দুর রশিদের হাত ধরে রাজনীতিতে প্রবেশ তাঁর।১৯৯১ সালে বিএনপির শাসনামলে রাজনীতির মাঠে সরব উপস্থিতির কারনে রাজনৈতিক প্রতিপক্ষেন রোষানলে পরতে হয় তাকে। তবুও এলাকা ছাড়েননি তিনি। এরপর অসযোগ আন্দোলনে আব্দুর রউফের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। এ সময় মূলতঃ তার নেতৃতে¦ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে মিছিল-মিটিংয়ের মাধ্যমে বাঘারপাড়ার রাজনীতির মাঠ দখল করে রাখতো। যে কারনে ওই সময় তার ওপর হামলা হয় একাধিকবার। এ সময় প্রতিপক্ষের দায়ের করা মামলায় জেলও খাটেন তিনি। তবুও মাঠ ছাড়েননি সাহসী এ নেতা। প্রভাবশালী রাজনীাতক আব্দুর রউফ মোল্যা ২০০১ সালে ভোটের মাধ্যমে বাঘারপাড়া ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদেও সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে বাঘারপাড়া পৌরসভা গঠন হলে সর্বোচ্চ ভোট পেয়ে কমিশনার (বর্তমান কাউন্সিলর) নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুর রউফ। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন পান তিনি। তবে দলীয় গ্রুপিংয়ের কারনে হারতে হয় তাকে। তবে মাঠ ছাড়েননি তিনি। পরিক্ষিত ও পরিশ্রমী রাজনীতিক আব্দুর রউফ মোল্যা দিনের বেশীরভাগ সময় পার করেন রাজনৈতিক কর্মকান্ডের মধ্যদিয়ে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে আট-ঘাঁট বেঁধে মাধে নেমেছেন তিনি। সাড়াও পাচ্ছেন বেশ -দাবি করেন আব্দুর রউফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here