বাঙালি বঙ্গবন্ধুকে মনে প্রাণে লালন করে অ্যাডভোকেট মনিরুল ইসলাম

0
358

স্টাফ রিপোর্টার : যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে ১৫ আগস্টের আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু সর্বপ্রথম জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধুর নাম ততদিন থাকবে। কোন ষড়যন্ত্রকারী বা অপশক্তি বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্ন করতে পারবে না। ষড়যন্ত্রকারীরা হাজার চেষ্টা করেও এটা করতে পারেনি। বাঙালি বঙ্গবন্ধুকে মনে প্রাণে লালন করে। গতকাল কলেজের হলরুমে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন।
অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, গর্ভানিংবডির সদস্য আবু মুসা মধু, আনিসুর রহমান, শাহানাজ বেগম ও রুমি আক্তার। অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রভাষক আলফাজ উদ্দিন। এ সময় প্রধান আলোচক ৯ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here