বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে গ্রামীন ডাক কর্মচারিদের বেতন নির্ধারণের অনুরোধ

0
305

নিজস্ব প্রতিবেদক : যশোরে গ্রামীন ডাক বিভাগের কর্মচারিরা বর্তমান বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রীর কাছে বেতন পুনঃনির্ধারণের অনুরোধ জানিয়েছেন। আজ শনিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে জেলা গ্রামীন ডাক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আকাশ প্রধানমন্ত্রীর কাছে এ অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রামীন ডাক কর্মচারিদের ব্রিটিশ বেতন কাঠামো অনুযায়ী যথাসামান্য বেতন দেয়া হত। বর্তমান প্রধানমন্ত্রী সেই অবস্থা থেকে কিছুটা বেতন বৃদ্ধি করেন । বৃদ্ধির পর গ্রামীন পোস্টমাস্টার ৪ হাজার ৪৬৫, গ্রামীন ডাক পিয়ন ৪ হাজার ৩৬৫ টাকা ও রানারের ৪ হাজার ১৭৭ করা হয়।কিন্তু ব্রিটিশ বেতন কাঠামোর পরিবর্তন করা হয়নি। ডাক বিভাগের কর্মচারিদের দুটি শ্রেণীই বিদ্যমান রয়েছে। সরকারি কর্মচারি হওয়ার পরও তাদেরকে সিবিএ নির্বাচন নিয়ে জঠিলতায় ফেলে দিয়েছে শ্রম মন্ত্রণলয়।
তিনি জানান, যশোর জেলায় এ বিভাগে ৫৫৩ জন কর্মচারি রয়েছে। তারা সকাল ৯টা থেকে বিকাল ৩টি পর্যন্ত তারা হাডভাঙ্গা পরিশ্রম করেন। তারপর তারা পরিবার পরিজন নিয়ে ভালভাবে দিনযাপন করতে পারেন না। সন্তানের লেখাপড়া, চিকিৎসা, খাদ্য ও পোশাক-আশাকের ব্যবস্থা করা তাদের জন্য দুর্বিসহ হয়ে পড়ে। তাই বর্তমান বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে বেতন নির্ধারণ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here