বাজেট অধিবেশনে উঠতে পারে সড়ক পরিবহন আইন

0
398

নিজস্ব প্রতিবেদক : চালকদের লাইসেন্স প্রদান, সড়ক দুর্ঘটনারোধসহ এ সংক্রান্ত ‘সড়ক পরিবহন আইন ২০১৭’ সংশোধনীর প্রস্তাব সংসদের বাজেট অধিবেশনে উত্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে রোববার (২২ এপ্রিল) সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

এর আগে জেলা ও দায়রাজজ এবং সমপর্যায়ের বিচারবিভাগীয় কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন আইনমন্ত্রী।

পরে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সড়ক পরিবহন আইন ২০১৭ খসড়া অনুমোদন হওয়ার পর এটা এখন তিনটা মন্ত্রণালয়ের মধ্যে আলাপ-আলোচনায় আছে। মূলত আইনটা ভেটিং পর্যায় রয়েছে। যেহেতু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন, সেহেতু আমরা এ আইনটা নিয়ে সব স্টেক হোল্ডাদের সঙ্গে আলাপ আলোচনা করছি।

লাইসেন্সবিহীন চালকদের শাস্তির বিষয়টি ফোকাস হয়নি, এটা ঢালাওভাবে বলা যাবে না তার কারণ আমরা চেষ্টা করছি সড়ক পরিহবনে এ-টু-জেড সব কিছু দেখছি। এটা শুধু একটা আঙ্গিকে দেখলে হবে না। বিষয়টি হচ্ছে দুর্ঘটনা হলে কি হবে। দুর্ঘটনা যাতে না হয় সে জন্য তিন চারটা জিনিস দেখতে হয়। চালকদের প্রশিক্ষণ, লাইসেন্স প্রাপ্তি ও গাড়ির ফিটনেসের বিষয় ও তারপর বিষয় হচ্ছে রাস্তা। সেই সব দিক দেখে এটাকে একটা পরিপূর্ণ আইন করার জন্য সময় লাগছে। এমন না যে এখন কোনো আইন নাই। যুগ উপযোগী আইন করতে একটু সময় লাগছে।

আইনের বিষয়ে তিনি বলেন, সড়ক পরিবহনের সঙ্গে জড়িত যা কিছু আছে সবকিছুকে কিন্তু এই আইনের মাধ্যমে এড্রেস করার চেষ্টা করা হচ্ছে।

সড়ক দুর্ঘটনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা ঘটছে এতে আমি অত্যন্ত ব্যথিত ও দুঃখিত। আমি শুধু এটাই বলবো, এই গুলোর মামলা যখন আদালতে আসবে তখন অত্যন্ত পক্ষে এটুকু নিশ্চিত কর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here