বালি নেওয়ার কথা বলে ডেকে নিয়ে ১২ ঘন্টা আটক পূর্বক ইয়াবাসহ উদ্ধার দেখিয়ে মামলা যশোরে

0
352

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা পুলিশ এক বালি ব্যবসায়ী মামুন শেখকে ডেকে নিয়ে ১২ ঘন্টা আটক পূর্বক প্রথমে গ্রেফতারের বিষয়টি অস্বীকার ও পরে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার দেখিয়ে মাদক আইনে মামলা দিয়েছে। ঘটনাটি যশোর শহরের আবরপুর এলাকার। মামুন শেখ যশোর সদর উপজেলার আরবপুর রেললাইনের পাশে মৃত আইয়ূব আলীর ছেলে।
এামুন শেখের পরিবারের লোকজন জানান,বুধবার সকাল আনুমানিক ৬ টায় কোতয়ালি মডেল থানার এক এসআই আরবপুর এলাকার জনৈক সন্ত্রাসীর কাছ থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে মামুন শেখকে মোবাইল করে বালি কেনার কথা বলে ডাক দেয়। বালি ব্যবসায়ী মামুন শেখ আরবপুর মোড়ে আসলে কোতয়ালি মডেল থানার দুই জন এসআই মামুন শেখকে গ্রেফতার পূর্বক চাঁনপাড়া পুলিশ ক্যাম্পে নিয়ে তার কাছে মোটা অংকের উৎকোচ দাবি করে। মামুনের পরিবারের লোকজন থানাসহ পুলিশের বিভিন্ন ইউনিটে খোঁজ নিয়ে সাংবাদিকদের স্মরণাপন্ন হন। সাংবাদিকরা বিষয়টি খোঁজ খবর নিতে শুরু করলে মামুন শেখকে শহরের পালবাড়ী ভাস্কর্যের মোড়র উপর থেকে ২৮ পিস ইয়াবাসহ উদ্ধার দেখায়। মামুন শেখকে সকাল ৬ টায় মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে বিকেল ৫ টা ৪৫ মিনিটে গ্রেফতার দেখায়।সূত্রগুলো বলেছে,ডেকে নিয়ে আটক করেছে কোতয়ালি মডেল থানার দুই এসআই ও মামলা দিয়ে উদ্ধার দেখিয়েছে এএসআই এসএম ফুরকান। মামুন শেখের পরিবারের লোকজন জানান,আরবপুর এলাকার এক চিহ্নিত সন্ত্রাসীর প্রতিপক্ষ মামুন শেখ। মামুন শেখের কারণে চিহ্নিত ওই সন্ত্রাসী আরবপুর এলাকায় তেমন আধিপত্য বিস্তার করতে পারেনা। তাই উক্ত সন্ত্রাসী কোতয়ালি মডেল থানার আ আদ্যক্ষর এসআইয়ের সাথে মোটা অংকের উৎকোচ চুক্তি মোতাবেক মামুন শেখকে ডেকে নিয়ে ইয়াবা দিয়ে আদালতে চালান দিয়েছে। বিষয়টি তদন্ত করলে উক্ত এসআইয়ের পরিকল্পিত ঘটনা বেরিয়ে আসবে বলে সূত্রগুলো দাবি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here