বিএসএফের ছোড়া গুলিতে বাংলাদেশী আহত

0
366

রাশেদুজামান (রাসেল) বেনাপোলঃ যশোরের বেনাপোলের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে মো: মনিরুল ইসলাম মনি নামের এক বাংলাদেশী আহত হয়েছে।

আহত মনিরুল ইসলাম মনি (৪০) পুটখালী জেলে পাড়া গ্রামের মৃত গোরজার হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার (২৭ জুন) ভোর ৫ টার সময় ২১ বিজিবি’র অধীনস্থ পুটখালী বিওপি’র দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৩৪ আর পিলার এর নিকট দিয়ে ০৩ জন গরু চোরাকারবারী ভারতের অভ্যন্তরে আংড়াইল এলাকায় প্রবেশ করে। এবং দুটি গরু নিয়ে বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করলে আংড়াইল ক্যাম্পের বিএসএফ টহল দল আতর্কিত ঘটনাস্থলে হাজির হয় এবং তাদেরকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। এসময় চোরাকারবারীদের উপর ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ টহল দল ০১ রাউন্ড রাবার বুলেট ফায়ার করলে মো: মনিরুল ইসলামের পিঠে গুলিবিদ্ধ হয় এবং অন্য দু’জন পালিয়ে যায়। আহত মনিরুল ইসলাম নদী সাতরিয়ে বাংলাদেশে প্রবেশ করে সকালে তার স্বজনদের সহায়তায় যশোর সদর হাসপাতালে চিকিতসা নিমিত্তে গমন করলে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) বিষয়টি অবহিত হয়। পরবর্তিতে খুলনা ব্যাটালিয়নের একটি টহল দল যশোর সদর হাসপাতালে আহত ব্যক্তির জবানবন্দি গ্রহন করে এবং সেই মোতাবেক অবৈধ্যভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়। বর্তমান গুলি বিদ্ধ মনিরুল ইসলাম মনি যশোর সদর হাসপাতালে ভর্তি আছে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here