বিদেশ যাওয়া হলো না মনিরামপুরের রাজগঞ্জের কামরুজ্জামানের যশোর ব্র্যাক ট্রেনিং সেন্টারে অস্বাভাবিক মৃত্যু

0
417

উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)অফিস :- স্বপ্ন ছিলো ব্র্যাক থেকে ট্রেনিং নিয়ে বিদেশ যাওয়ার৷ পরিবারের সচ্ছলতা ফিরিয়ে ছোট ছোট দুটি কোমলমতি ছেলে মেয়ের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলা৷ তা আর হলো না কামরুজ্জামানের (৩৪)৷কামরুজ্জামান যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার (বণিকপাড়া) গ্রামের আবুল হোসেনের ছেলে৷ সে ছিলো একজন দক্ষ গ্রীল তৈরির কারিগর৷জানা গেছে, গত সোমবার কামরুজ্জামান যশোর খোলাডাঙ্গাস্থ ব্র্যাক ট্রেনিং সেন্টারে যান ৩ মাস মেয়াদী গ্রীল তৈরির উপর প্রশিক্ষণের জন্য৷ সেখানে বুধবার দিবাগত গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়৷ কামরুজ্জামানের বড় ভাই মনিরুজ্জামান জানান, আমার কাছে বৃহস্পতিবার ভোরে কামরুজ্জামানের মৃত্যুর খবর আসে৷ আমি বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারিনি৷ তিনি আরো বলেন, কামরুজ্জামেনের তেমন কোন রোগ ছিলো কিনা জানা নেই। হঠাৎ এই মৃত্যু তাঁর কাছে অস্বাভাবিক লেগেছে৷
মরহুম কামরুজ্জামেন স্ত্রী তহমিনা খাতুন জানান, তানিসা (৬) ও নিশান (৩) বছর বয়সী দুটি সন্তান নিয়েই আমাদের অভাব-অনাটনের সংসার ছিলো৷ মেয়েটা স্থানীয় একটি স্কুলের কেজি শ্রেণিতে অধ্যায়নরত৷ এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলো তিনি৷ তিনি মারা যাওয়ায় বাচ্ছা দুটি নিয়ে চরম হতাশা আর অসহায়ত্ববোধ করছি৷ তিনি আরো বলেন, বিদেশ যাওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলো ব্র্যাক ট্রেনিং সেন্টার থেকে কিন্তু তাঁর সেই ইচ্ছা পুরন হলো না৷বৃহস্পতিবার মাগরিফ বাদ রাজগঞ্জ বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে কামরুজ্জামানের দাফন কাজ সম্পন্ন করা হয়৷ কামরুজ্জামানের এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here