বিদ্রোহী সাহিত্য পরিষদের ১৭৭তম সাহিত্য সভা অনুষ্ঠিত

0
375

নিজস্ব প্রতিবেদক : বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোরের (বিএসপি) উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় ১৭৭তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এ সাহিত্য সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান, কলামিষ্ট আমিরুল ইসলাম রন্টু, কবি মেজর (অব:) পরিতোষ রায়, কবি নূরজাহান আরা নীতি, কবি আরশি গাইন।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন-সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি পদ্মনাভ অধিকারী, কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, আবুল হাসান তুহিন, রফিকুল পাশা, সাধন কুমার অধিকারী, শাহরিয়ার সোহেল, রহমান মুজিব,কমলেশ চক্রবর্তী, গোলাম রসুল, আবদুল আলিম, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, শংকর নিভানন, গোবিন্দ চন্দ্র বিশ্বাস, নাসির উদ্দিন, তুহিন হাসান, শ্যামল কান্তি সরকার, সানজিদা খাতুন,অ্যাড. মাহমুদা খানম, এএফএম মোমিন যশোরী, রুহুল আমিন, মো. নজরুল ইসলাম, চয়নবাবু কর,এমডি জিহান হাসান রিদয়,মোস্তানূর ইসলাম স্বাকর প্রমূখ।
বাংলা ১৪২৪কে বিদায় এবং ১৪২৫কে বরণ করার লক্ষে আগামী ৩০ চৈত্র ১৩ এপ্রিল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কবিতা পাঠ, আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‌্যালিতে সকলকে অংশ নেয়ার জন্য সভায় আহবান জানানো হয়।
যশোর এমএসটিপি গালর্স স্কুল এন্ড কলেজের
ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কারণ দর্শানো নোটিশ
স্টাফ রিপোর্টার : যশোরের মধুসুদন তারাপ্রসন্ন (এমএসটিপি) গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষাবোর্ড কারণ দর্শানো নোটিশ দিয়েছে। সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের বিদ্যালয়ের পরির্দশক গাজী মনিবুর রহমান গত ২৯ মার্চ তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। যার স্মারক নম্বর বিঅ৬/৬০০৪/১৯৬৮।
এমএসটিপি স্কুলের সাবেক অভিভাবক প্রতিনিধি মোল্যা জাহিদ হোসেন জেলা প্রশাসকের নিকট অভিযোগ দায়ের করেন। দায়েকৃত অভিযোগে উল্লেখ করেন, এমএসটিপি স্কুল এন্ড কলেজে এডহক কমিটি গঠনে অনিয়মের আশ্রয় নিয়েছেন। তিনি এ কমিটি গঠনে কোন নিয়মনীতি মানা হয়নি। চার সদস্য বিশিষ্ট এডহক কমিটিতে অবৈধ ভাবে দুইজনকে সদস্য করেছেন যার মধ্যে রয়েছেন মিজানুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক চায়না বেগম। ৬ ফেব্রুয়ারি নির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনাম বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তার সহযোগিতায় এ এডহক কমিটির অনুমোদন নেয়। বিষয়টি জানতে পেরে অভিভাবক সদস্যরা জেলা প্রশাসক, বোর্ডের চেয়ারম্যানসহ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করেন। এ সংক্রান্ত স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফলাও করে প্রকাশ হয়।
পরে বোর্ডের পরিদর্শক সাত দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। এ ব্যাপারে বিদ্যালয় পরিদর্শক গাজী মনিবুর রহমান বলেন, যথাযথ নিয়মে ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনামকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। নোটিশ জবাব এখনও পায়নি। পাওয়ার পর পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here